ETV Bharat / state

Cal HC: 'আত্মবিশ্বাসের অভাব', সিবিআই আধিকারিককে লিপস অ্যান্ড বাউন্ডস-সহ রাজ্যের সব মামলা থেকে সরাল হাইকোর্ট

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 5:54 PM IST

Updated : Sep 29, 2023, 6:04 PM IST

Cal HC Removes CBI Deputy Director: সিবিআইয়ের ডেপুটি ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্রকে লিপস অ্যান্ড বাউন্ডস-সহ রাজ্যের সব মামলা থেকে সরিয়ে দিল কলকাতা হাইকোর্ট ৷

Cal HC
কলকাতা হাইকোর্ট

কলকাতা, 29 সেপ্টেম্বর: লিপস অ্যান্ড বাউন্ডস-সহ রাজ্যের সমস্ত মামলার তদন্ত থেকে সিবিআইয়ের ডেপুটি ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্রকে সরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি অমৃতা সিনহার বক্তব্য, এই ধরনের তদন্তে যে আত্মবিশ্বাস প্রয়োজন, সেই ধরনের আত্মবিশ্বাস মিথিলেশ কুমার মিশ্রার নেই বলে মনে করছেন তিনি ।

বিচারপতি শুক্রবার তাঁর নির্দেশে বলেন, ওই আধিকারিকের সঙ্গে তাঁর গতদিনের কথোপকথনের পর মনে হয়েছে, এই ধরনের তদন্ত সামলাতে তাঁর সামর্থ্যের অভাব রয়েছে । তাঁর জায়গায় অন্য কোনও আধিকারিককে তাঁর পদে নিযুক্ত করতে ইডির ডিরেক্টরকে নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

রাজ্যের কোনও মামলার কোনও বিষয়ে তিনি তদন্ত করতে পারবেন না বলে জানিয়েছে আদালত । রাজ্যের কোনও মামলার তদন্তে তাঁকে নিয়োগ করা যাবে না বলেও জানানো হয়েছে । পাশাপাশি, এই নির্দেশের জন্য 3 অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদ যেন কোনও ভাবেই প্রভাবিত না হয়, সে জন্য ইডিকে সতর্ক করেছেন বিচারপতি সিনহা ।

এ দিনের শুনানিতে বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "ইডি আধিকারিকের কাছে জানতে চাওয়া হোক, তাঁরা তদন্ত সম্পুর্ণ করতে পারবেন কি না ।" এর উত্তরে ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, "আমরা যত্ন নিয়েই তদন্ত করছি । আমরা যে পদ্ধতিতে তদন্ত করছি তাতে কোনও গাফিলতির প্রশ্নই ওঠে না । আমরা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট সিজ করেছি ।"

আরও পড়ুন: অভিষেকের সম্পত্তি নিয়ে ইডি'র দেওয়া তথ্যে ক্ষুব্ধ হাইকোর্ট, লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসেব চাইল আদালত

একটি খামবন্দি রিপোর্ট আদালতে জমা দিয়ে, সেই রিপোর্ট আদালতে না খোলার আর্জি জানান তিনি । তিনি জানান, 49.80 কোটি টাকা এখনও পর্যন্ত উদ্ধার করে ফেলেছে ইডি । পাশাপাশি, একাধিক ব্যক্তিকে সমন পাঠানো হয়েছে । সমস্ত রকম ইতিবাচক পদক্ষেপ করেছে ইডি । 10 অক্টোবর বিস্তারিত রিপোর্ট ইডি আদালতে পেশ করবে বলেও জানান ইডি-র আইনজীবী ।

সিবিআই আধিকারিক (ডেপুটি ডিরেক্টর) মিথিলেশ কুমার মিশ্র এ দিন একটি রিপোর্ট ফাইল করেছেন । শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে তিনটি আলাদা আলাদা টিম গঠন করেছে ইডি । যদিও এই আধিকারিকের সঙ্গে বিচারপতির আগের দিন কথা বলে মনে হয়েছে, এই ধরনের তদন্ত সামলাতে তাঁর সামর্থ্যের অভাব রয়েছে । তাঁর জায়গায় অন্য কোনও আধিকারিককে তাঁর পদে নিযুক্ত করতে ইডির ডিরেক্টরকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা । 10 অক্টোবর এই মামলার ফের শুনানি হবে । ওইদিন ইডি বিস্তারিত রিপোর্ট দেবে আদালতে ।

উল্লেখ্য, এর আগে লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তির বিষয়ে ইডির কাছে জানতে চেয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা । কিন্তু গত শুনানিতে ইডি যে রিপোর্ট পেশ করে, সেই রিপোর্টে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি । তারপরই এ দিন সিবিআইয়ের ডেপুটি ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্রকে তদন্ত থেকে সরাতে নির্দেশ দেওয়া হল ৷

Last Updated : Sep 29, 2023, 6:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.