ETV Bharat / state

Kumaraswamy Slams BJP: রাজনৈতিক প্রতিহিংসায় রাহুলের সাংসদ পদ খারিজ, দাবি জেডিএসের কুমারস্বামীর

author img

By

Published : Mar 24, 2023, 5:44 PM IST

Updated : Mar 24, 2023, 6:21 PM IST

দু’বছরের কারাদণ্ড হওয়ায় রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে শুক্রবার (Rahul Gandhi Disqualification from Parliament) ৷ এই সিদ্ধান্ত রাজনৈতিক প্রতিহিংসা বলে মন্তব্য় করলেন জেডিএস-এর এইচডি কুমারস্বামী ৷ এদিন কলকাতায় এসে তিনি এই মন্তব্য করেন ৷

Kumaraswamy Slams BJP
Kumaraswamy Slams BJP

কলকাতায় কুমারস্বামী

কলকাতা, 24 মার্চ: কংগ্রেসের রাহুল গান্ধির পাশে দাঁড়ালেন জেডিএস-এর এইচ ডি কুমারস্বামী (JDS Leader HD Kumaraswamy) ৷ রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে তিনি নিশানা করলেন বিজেপিকে (BJP) ৷ সংসদের তরফে নেওয়া এই সিদ্ধান্তকে তিনি রাজনৈতিক প্রতিহিংসা বলেই উল্লেখ করেছেন ৷ শুক্রবার দুপুরে কলকাতায় পৌঁছান কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী ৷ বিমানবন্দরের বাইরে এসেই তিনি এই প্রতিক্রিয়া দেন ৷

কুমারস্বামী কলকাতায় এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে (Kumaraswamy Mamata Banerjee Meeting) ৷ এদিনই তিনি বৈঠক করবেন মমতার সঙ্গে ৷ গত মঙ্গলবার কুমারস্বামীর সঙ্গে বৈঠকের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ কী নিয়ে বৈঠক সেই সময় মুখ্যমন্ত্রী কিছু খোলসা করতে চাননি ৷ এদিন বিমানবন্দরে কুমারস্বামীও এই বৈঠক নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷

প্রসঙ্গত, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আঞ্চলিক শক্তিগুলিকে একজোট করার কথা দীর্ঘদিন ধরে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সম্প্রতি মমতা তাঁর কালীঘাটের বাড়িতে বৈঠক করেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে ৷ তার পর চলতি সপ্তাহে তিনি তিনদিনের জন্য ওড়িশায় ছিলেন ৷ পুরীর মন্দিরে পুজো দেন৷ পুরীতে পশ্চিমবঙ্গ সরকারের গেস্ট হাউজ তৈরির জন্য জমি দেখেন ৷ পরে বৈঠক করেন সেখানকার মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দলের নেতা নবীন পট্টনায়কের সঙ্গে ৷ এবার মমতার বৈঠক হতে চলেছেন কুমারস্বামীর সঙ্গে ৷

রাজনৈতিক মহলের মতে, 2024 সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) বিজেপির বিরুদ্ধে শক্তিশালী লড়াই করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই কারণে বিভিন্ন আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করছেন তিনি ৷ মমতা বরাবর বলেছেন, যে রাজ্যে যে দল শক্তিশালী, তাদের সেখানে একা লড়তে দেওয়া উচিত ৷ ফলে আঞ্চলিক দলগুলি নিজ নিজ রাজ্য়ে একাই লড়ার কোনও কৌশল এই বৈঠকগুলিতে তৈরি হতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষদের মত ৷

তবে কংগ্রেসকে বাদ দিয়ে কি এই জোট সম্ভব ? সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনও মেলেনি ৷ তবে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ ইস্যুতে বিরোধীরা একজোট হয়ে বিজেপিকে নিশানা করেছে শুক্রবার ৷ কুমারস্বামীর মতো মমতাও এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও বিজেপির সমালোচনায় সরব হয়েছেন ৷

আরও পড়ুন: মোদির 'নতুন ভারতে' গণতন্ত্রের নয়া অবনমন, রাহুলের সাংসদ পদ খারিজে বার্তা মমতার

Last Updated : Mar 24, 2023, 6:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.