ETV Bharat / state

Jadavpur University: ইসরোর সঙ্গে কথা যাদবপুরের অস্থায়ী উপাচার্যের, আসতে পারে প্রতিনিধি দল

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 1:02 PM IST

Jadavpur University VC Speaks to ISRO: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসবে ইসরোর প্রতিনিধি দল ৷ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বৃদ্ধিতে তারা কীভাবে সাহায্য করবে, তা খতিয়ে দেখতেই আসবেন ইসরোর প্রতিনিধিরা ৷ যাদবপুরের অস্থায়ী উপাচার্য ভিডিয়ো কলে কথা বলেছেন ইসরো কর্তৃপক্ষের সঙ্গে ৷ তার পর তিনি নিজেই এই বিষয়ে জানিয়েছেন ৷

Jadavpur University
Jadavpur University

কলকাতা, 26 অগস্ট: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সঙ্গে কথা বললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ ৷ ব়্যাগিং রুখতে ইসরোর থেকে কী ধরনের সাহায্য তাঁরা চাইছেন, সেই বিষয়টি নিয়েই কথা হয়েছে দুই পক্ষের মধ্যে ৷ ইসরোর প্রতিনিধি দল শীঘ্রই রাজ্য তথা দেশের এই নামী শিক্ষা প্রতিষ্ঠানে আসবে ৷ এই কথা জানিয়েছেন অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ ৷

তিনি বলেন, "ইসরোকে আমরা আমাদের কী কী প্রয়োজন, তা বলেছি । আমাদের এখানে প্রায় 15 হাজার স্টেক হোল্ডার আছে । ইসরো আমাদেরকে বলেছে, গেটের ভিতরে কে ঢুকছে কে বেরোচ্ছে সেটা সনাক্ত করা সুবিধা ৷ তবে বেশ কিছু সমস্যাও রয়েছে ।"

স্যাটেলাইট ইমেজ সেন্সিং বা ফোন নম্বরের মারফত ট্র্যাক করার বিষয়টি যাদবপুরে কতটা প্রযোজ্য হবে বা আদতেও সেই প্রযুক্তি রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অস্থায়ী উপাচার্য । তাই শেষ পর্যন্ত কী হতে চলেছে, তার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতেই হবে ৷ বুদ্ধদেব সাউ জানিয়েছেন, ইসরোর পক্ষ প্রতিনিধি দল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসার কথা । তারা এসে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । তবে তারা কবে আসবে, তা রাজভবন মারফত জানা যাবে ।

আরও পড়ুন: রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশিকা উপাচার্যের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার রহস্যমৃত্যু: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে প্রথমবর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর পর উঠেছে ব়্যাগিংয়ের অভিযোগ ৷ এখনও পর্যন্ত পুলিশি তদন্ত ব়্যাগিংয়ের দিকেই ইঙ্গিত করছে ৷ এমনকী বিশ্ববিদ্যালয় যে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গড়েছিল, তারাও বিভিন্ন দিক খতিয়ে দেখে একই মত পোষণ করছে বলে জানা গিয়েছে ৷ ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হোক বা হস্টেল, আসল রোগ যে ব়্যাগিং, তা এখনও মোটামুটি স্পষ্ট ৷ তাই ইসরোর থেকে কী সাহায্য এই বিষয়ে পাওয়া যায়, তা জানতেই সকলে উদগ্রীব ৷

ইসরোর সঙ্গে কথা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ব়্যাগিং রোগের দাওয়াই খুঁজতে ইসরোর সাহায্য নেওয়ার ভাবনা প্রথম আসে রাজ্যপাল তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোসের তরফ থেকে ৷ তিনিই প্রথম ইসরোর সঙ্গে যোগাযোগ করেন ৷ সূত্রের খবর, রাজ্যপাল যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ইসরোর পক্ষ থেকে আসা খসড়া পাঠানোর পরেই ভিডিয়ো কলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে যোগাযোগ করেন অস্থায়ী উপাচার্য ।

যাদবপুরের ব়্যাগিং রোগ: যাদবপুরের ব়্যাগিং রোগ নতুন নয়৷ এর আগেও এই ধরনের অভিযোগ উঠেছে ৷ তাছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হস্টেলের নিরাপত্তা নিয়েও বারবার প্রশ্ন উঠেছে ৷ একাধিকবার ক্যাম্পাসে ও হস্টেলে সিসিটিভি ক্যামারো বসানোর দাবি উঠেছে ৷ ছাত্রমৃত্যুর পর সেই দাবি আরও জোরালো হয়েছে ৷ ফলে সিসিটিভি ক্যামেরা বসানোর নিয়ে আলোচনাও শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: র‍্যাগিং রুখতে প্রযুক্তির খোঁজে ইসরোকে ফোন রাজ্যপালের, কী জবাব এল ?

এখন দেখার নিরাপত্তা জোরদার করার পর যাদবপুরের কতটা ভোলবদল হয় ! ব়্যাগিং রোগ থেকে মুক্তি পায় কি না এই শিক্ষা প্রতিষ্ঠান !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.