ETV Bharat / state

WB Tourism Development Corporation: আমলা বাদ দিয়ে মন্ত্রী, রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান ইন্দ্রনীল

author img

By

Published : Jul 27, 2023, 11:10 PM IST

Etv Bharat
Etv Bharat

Indranil Sen become the Chairman of Tourism Development Corporation: বাবুল সুপ্রিয় পর্যটন মন্ত্রী হওয়ার আগে পর্যন্ত পর্যটন দফতর ছিল ইন্দ্রনীল সেনের হাতে । এবার তাঁকেই পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান পদে আনা হল ।

কলকাতা, 27 জুলাই: রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সনের পদ থেকে সরিয়ে দেওয়া হল নন্দিনী চক্রবর্তীকে ৷ রাজ্যের এই দুঁদে আমলার বদলে পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান হলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন । এতদিন এই পদে ছিলেন রাজ্য সরকারি আমলা নন্দিনী চক্রবর্তী । এবার তার বদলে এই পদ পেলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী । বাবুল সুপ্রিয় পর্যটন মন্ত্রী হওয়ার আগে পর্যন্ত পর্যটন দফতর ছিল ইন্দ্রনীল সেনের হাতে । তবে বাবুল আসার পর তাঁকে এই দফতর ছেড়ে দিতে হয় । কিন্তু এবার ইন্দ্রনীলের অভিজ্ঞতাকে কাজে লাগাতে আবার তাঁকে এই দফতরের সঙ্গে যুক্ত করলেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন: 'বিচারপতিরা ভয়ে কাঁপে...', বিজেপির বিরুদ্ধে বিধানসভায় সরব মমতা

এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সনের দায়িত্বে ছিলেন পর্যটন দফতরের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী । বৃহস্পতিবার তাঁকে সরিয়ে ইন্দ্রনীল সেনকে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান করা হয় । একইসঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে করা হয় ভাইস চেয়ারপার্সন । নন্দিনী চক্রবর্তীতে পর্যটন উন্নয়ন নিগমের অন্যতম ডিরেক্টর করা হয়েছে ৷ তবে পর্যটন দফতরের প্রধান সচিব হিসেবে দায়িত্বে থাকছেন তিনিই ৷ এদিন পর্যটন দফতরের থেকে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, নন্দিনী চক্রবর্তীর জায়গায় পর্যটন নিগমের চেয়ারম্যান করা হয়েছে ইন্দ্রনীল সেনকে । পাশাপাশি রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের ভাইস চেয়ারপার্সন করা হয়েছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ।

ইন্দ্রনীল সেনকে রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান করার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় । তিনি বলেন, ‘‘ইন্দ্রনীল সেনের মত একজন দক্ষ মন্ত্রীকে এই দায়িত্বে আনায় দফতরের কাজ আরও তরান্বিত হবে । মন্ত্রী আগেও এই দফতরের দায়িত্ব সামলেছেন । উনি আসায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন রূপায়ণে আরও জোর দিয়ে কাজ করা যাবে ।’’

আরও পড়ুন: বাংলায় বিভাজন ছড়ানোই বিজেপির গোপন অ্যাজেন্ডা, বিধানসভায় অভিযোগ মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.