ETV Bharat / state

জলঙ্গির ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া কিছুই নয়, মন্তব্য বিরোধীদের

author img

By

Published : Jan 29, 2020, 10:36 PM IST

Updated : Jan 29, 2020, 10:51 PM IST

আজ জলঙ্গিতে NRC বিরোধী আন্দোলনে প্রতিবাদীদের উপর আক্রমণ করা হয় ৷ ঘটনায় দু'জনের মৃত্যু হয় ৷ অনেকের অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনার তীব্র নিন্দা করছেন বিরোধীরা ৷ তাঁদের দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া কিছুই নয় ৷

জলঙ্গির ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া কিছুই নয়, মন্তব্য বিরোধীদের
জলঙ্গির ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া কিছুই নয়, মন্তব্য বিরোধীদের

কলকাতা, 29 জানুয়ারি : NRC বিরোধী আন্দোলনে প্রতিবাদীদের উপর গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা করল বাম-কংগ্রেস নেতৃত্ব ৷ এই ঘটনায় বাম-কংগ্রেসের কোনও যোগ নেই বলেও জানিয়েছে দুই দল ৷ তাদের দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷

প্রসঙ্গত, আজ NRC-বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাহেবনগরে ৷ আন্দোলনে অংশগ্রহনকারীদের উপর চলে গুলি ৷ ঘটনায় মৃত্যু হয় দু'জনের ৷ জখম প্রায় 20 ৷

জলঙ্গির এই ঘটনাকে ভয়াবহ বলে আখ্যা দেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷ বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে যেভাবে শাসকদলের গুলিতে দু'জনের প্রাণ গেল তা নজিরবিহীন ৷ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় NRC-র বিরুদ্ধে পথে নামছেন ৷ অন্যদিকে, NRC-র বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আক্রান্ত এক কর্মী ৷ এর থেকেই বোঝা যায় BJP এবং তৃণমূল উভয়েরই উদ্দেশ্য একই । অবিলম্বে দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন তিনি ৷

ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও ৷ তিনি বলেন, মুর্শিদাবাদের জলঙ্গির সাহেবনগর যেভাবে CAA-র বিরুদ্ধে প্রতিবাদীদের উপর রাজ্যের শাসক দল তৃণমূলের নেতৃত্বে বোমা-গুলি চালিয়ে প্রতিবাদীদের প্রাণে মেরে ফেলা হল, তাতে আবার এটাই প্রমাণ হয় যে উত্তরপ্রদেশের যোগী সরকারের সঙ্গে এরাজ্যের দিদির সরকারের কোনও ফারাক নেই । বরং উভয় দল এবং উভয় সরকারই একই মুদ্রার দুই পিঠ মাত্র । সমগ্র ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি ।

BJP-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "মাননীয়া আগে দাবি করেছিলেন, CAA, NRC-র প্রতিবাদ করতে গিয়ে কয়েকজন মারা গেছে ৷ কিন্তু, তার সত্যতা জানা যায়নি ৷ কারা মারা গিয়েছে তাও জানা যায়নি ৷ কিন্তু, আজ সত্যিই জলঙ্গি অঞ্চলে NRC নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে দু'জন প্রাণ হারিয়েছে ৷ তৃণমূলের ব্লক সভাপতি এসে গুলি করছেন, আর মাননীয়া তখন ছবি আঁকছেন ৷"

Intro:এনআরসি বিরোধী আন্দোলনে প্রতিবাদের ওপর গুলি চলার ঘটনার তীব্র নিন্দা জানাল বাম এবং কংগ্রেস নেতৃত্ব। এখনো পর্যন্ত জানা গিয়েছে তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছে অপর এনআরসি বিরোধী তৃণমূল প্রতিবাদী। এই ঘটনার সঙ্গে বাম এবং কংগ্রেসের যোগ নেই বলে জানালেন রাজ্যের দুই বিরোধী দল বাম এবং কংগ্রেস।


Body:জলঙ্গীর ঘটনাকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন বামপন্থী দলনেতা সুজন চক্রবর্তী। তিনি জানিয়েছেন শান্তিপূর্ণ আন্দোলনে যেভাবে শাসকদলের গুলিতে দুজনের প্রাণ গেল তা নজিরবিহীন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির বিরুদ্ধে পথে নামছেন। অন্যদিকে এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তৃণমূল কংগ্রেসের দ্বারা আক্রান্ত হল তৃণমূলের অপর কর্মী। এর থেকেই বোঝা যায় বিজেপি এবং তৃণমূল উভয়েরই উদ্দেশ্য একই। অবিলম্বে দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন সুজন চক্রবর্তী। নজিরবিহীন এ ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন তিনি।
প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানিয়েছেন, মুর্শিদাবাদের জলঙ্গির সাহেবনগর যেভাবে সি এ এর বিরুদ্ধে প্রতিবাদকারীদের ওপর রাজ্যের শাসক দল তৃণমূলের নেতৃত্বে বোমা গুলি চালিয়ে প্রতিবাদকারীদের প্রাণে মেরে ফেলা হলো, তাতে আবার এটাই প্রমাণ হয় যে উত্তরপ্রদেশের যোগী সরকার এর সাথে এ রাজ্যের দিদির সরকারের কোন ফারাক নেই। বরং উভয় দল এবং উভয় সরকারই একই মুদ্রার দুই পিঠ মাত্র। সমগ্র ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। এভাবে বোমা গুলি বেয়নেট চালিয়ে বিজেপি কিংবা তৃণমূল কেউই এনআরসি, সি এ এ, এনপিআরের বিরুদ্ধে প্রতিবাদের গণজাগরণকে স্তব্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন তিনি।



Conclusion:
Last Updated :Jan 29, 2020, 10:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.