ETV Bharat / state

বৃষ্টি আর নেই, আগামী সপ্তাহেই জাঁকিয়ে শীত বাংলায়

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2023, 7:08 AM IST

Updated : Dec 8, 2023, 8:04 AM IST

WB Weather Update: কমবে বৃষ্টি ৷ তারপরই জাঁকিয়ে শীত বঙ্গে ৷ আগামী সপ্তাহেই বাংলায় শীতের আগমন ঘটবে ৷ শুক্রবার থেকেই কমবে তাপমাত্রা ৷ 19 ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা ৷ এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতর থেকে ৷

Etv Bharat
Etv Bharat

আগামী সপ্তাহেই জাঁকিয়ে শীত বাংলায়

কলকাতা, 8 ডিসেম্বর: অগ্রহায়নের শেষ সপ্তাহে জাঁকিয়ে শীত বাংলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শীত বিলাসীদের মুখে হাসি ফুটবে । হেমন্তের হিমের পরশে শীতের আগমনী জোরাল ভাবে বাজতে শুরু করেছিল । যদিও মাঝে ঘূর্নিঝড় মিগজাউমের পরোক্ষ প্রভাবের কারণে ঠান্ডার প্রবেশ থমকে গেলেও এখন তা অতীত । তাই শুক্রবার থেকেই কমবে তাপমাত্রা ৷ 19 ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা ৷ এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতর থেকে ৷

এই প্রসঙ্গেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "তীব্র ঘূর্ণিঝড় মিগজাউম এখন শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে । এই অবস্থান এখন ছত্তিশগড় পেরিয়ে বিদর্ভের পথে । বৃহস্পতিবার রাতের পর থেকে দক্ষিণবঙ্গের আকাশে আর বৃষ্টির সম্ভাবনা নেই। বিকেলে বাংলাদেশ লাগোয়া নদীয়া মুর্শিদাবাদ জেলায় সামান্য বৃষ্টি হয়েছে । আজ থেকে রাতের তাপমাত্রা কমবে । আগামী 4 দিনে 4 ডিগ্রি কমবে রাতের তাপমাত্রা । দিনের তাপমাত্রার উল্লেগযোগ্য পরিবর্তন হবে না।"

আবহাওয়া দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, 11 ডিসেম্বরের পর অর্থাৎ নতুন সপ্তাহের শুরুতেই কলকাতার রাতের তাপমাত্রা 19 ডিগ্রিতে নেমে আসবে । জেলায় বিশেষত পশ্চিমাঞ্চলের জেলায় রাতের তাপমাত্রা 15 ডিগ্রির ঘরে নামতে পারে ৷ ফলে শীতের আগমন নিয়ে যে জল্পনা চলচিল তা অনুভূত হবে। মিধলি এবং মিগজাউম নামে প্রায় পরপর দু’টি ঘূর্ণিঝড় এবার শীতের পথে কাঁটা হয়েছিল। আপাতত সেরকম কোনও বাধা নেই । ফলে উত্তর পশ্চিম ভারতের কনকনে ঠান্ডা হাওয়া প্রবেশের পথ অবাধ। তবে ডিসেম্বর-জানুয়ারি মাসে ফেব্রুয়ারি গড় তাপমাত্রা এবার স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা । নভেম্বরে গড় তাপমাত্রা 2023সালে স্বাভাবিকের থেকে বেশিই ছিল । এমনটাই জানিয়েছেন পূর্বাঞ্চলীয় অধিকর্তা ৷

বৃহস্পতিবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 7 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি । বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল 98 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ 30.7 মিলিমিটার । শুক্রবার আকাশ ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে । বেলায় আংশিক মেঘলা আকাশ । সর্বোচ্চ তাপমাত্রা24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 18ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন:

  1. কর্মক্ষেত্রে সম্মানহানির সম্ভাবনা নেই তো আপনার, জেনে নিন রাশিফলে
  2. ঘি-কফি আপনার জন্য হতে পারে সকালের আদর্শ পানীয় ! জেনে নিন এর উপকারিতা
  3. মুখ উজ্জ্বল করতে রাসায়নিক ফেসওয়াশের পরিবর্তে ব্যবহার করুন প্রাকৃতিক উপাদানগুলি
Last Updated :Dec 8, 2023, 8:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.