ETV Bharat / state

West Bengal Weather Update: হাঁসফাঁস কলকাতা, রবিতে স্বস্তি দক্ষিণবঙ্গে

author img

By

Published : Jun 17, 2023, 7:23 AM IST

Updated : Jun 17, 2023, 9:45 AM IST

Etv Bharat
প্রতীকী ছবি

দুয়ারে বর্ষা ৷ বড় কোনও পরিবর্তন না হলে রবিবার বিকেল থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ ৷ তবে আপাতত তাপপ্রবাহের সঙ্গে চরম অস্বস্তিকর আবহাওয়া সহ্য করতে হবে । রবিবারের পর দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে ।

রবিবার বিকেল থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ

কলকাতা, 17 জুন: দিনভর চরম ভোগান্তি। বেলা যত বাড়ছ, পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তি ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে । বৃষ্টি হলেও অস্বস্তি পিছু ছাড়বে না । বাড়ছে দিন এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা । তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে ৷ তাপমাত্রার সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি যোগ হচ্ছে । রবিবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু । তবে আপাতত সেটি মালদার উপরে অবস্থান করেছে । 18 থেকে 21 জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই রকমই পূর্বাভাস দিয়েছেন ৷

দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন?

রবিবার অর্থাৎ আগামিকাল পর্যন্ত পশ্চিমের 6 জেলায় তাপপ্রবাহ চলবে । বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম বজায় থাকবে । আগামিকাল পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে । বাকি জেলাতেও চরম অস্বস্তিকর আবহাওয়া গরম বাড়বে । বজ্রবিদ্যুৎ-সহ কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এরইমধ্যে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির বেশি সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলায়।

আরও চার থেকে পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অংশে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়ছে । পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ভূমি ধস ও নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে । পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।

শুক্রবার রাজ্যের উষ্ণতম জায়গাগুলির মধ্যে প্রথমেই ছিল শ্রীনিকেতন ৷ সর্বোচ্চ তাপমাত্রাছিল 43.5 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 8 ডিগ্রি বেশি । দ্বিতীয় স্থানে বাঁকুড়া ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.4 ডিগ্রি সেলসিয়াস ৷ এটিও স্বাভাবিকের থেকে 8 ডিগ্রি বেশি । তৃতীয় স্থানে সিউড়ি ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.4 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 7.9 ডিগ্রি বেশি । চতুর্থ স্থানে পুরুলিয়া ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.3 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 9.1 ডিগ্রি বেশি । পঞ্চম স্থানে আছে কলাইকুণ্ডা ৷ শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.2 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 9 ডিগ্রি বেশি ।

আরও পড়ুন: সপ্তাহান্তে ভালোবাসার মানুষের সঙ্গে রোম্যান্টিক সময়কাটাবেন কারা ?

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.2 ডিগ্রি সোলসিয়াস । সর্বোচ্চ এবং সর্বনিম্ন দু’টি তাপমাত্রাই স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি ছিল । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 90 শতাংশ । আজ শনিবারও অস্বস্তিকর গরম চলবে । সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রির সেলসিয়াসের আশেপাশে থাকবে।

Last Updated :Jun 17, 2023, 9:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.