ETV Bharat / state

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ! দুর্যোগ ঘনালেও বঙ্গে প্রভাব কম, শীত-প্রবেশে বাধা

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 6:57 AM IST

Updated : Dec 2, 2023, 7:06 AM IST

ETV Bharat
নিম্নচাপের প্রভাবে বঙ্গে শীত অদূরেই

West Bengal Weather Update: ডিসেম্বরের শুরুতেও ঠান্ডা অধরাই ৷ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী ক'দিন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদ ৷

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বঙ্গে তাপমাত্রা এখনই কমবে না

কলকাতা, 2 ডিসেম্বর: শীতের পথে বাধা নিম্নচাপ, তেমনটাই জানিয়েছে হাওয়া অফিস ৷ বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে ৷ তার অবস্থান দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ৷ এই নিম্নচাপটি আজ 2 ডিসেম্বর গভীর নিম্নচাপে পরিণত হবে ৷ এরপর 3 ডিসেম্বর রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে ৷

ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন অঞ্চলে থাকবে ৷ পরে এই ঘূর্ণিঝড়টি ধীর গতিতে সমান্তরাল ভাবে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হবে ৷ 4 ডিসেম্বর দুপুরে এবং 5 ডিসেম্বর মঙ্গলবার সকালে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে নেল্লোর এবং মচ্ছিলিপট্টনমে আছড়ে পড়বে ৷ ওই সময় হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 80-90 কিলোমিটার ৷ দমকা হাওয়ার গতিবেগ হবে ঘণ্টায় 100 কিলোমিটার ৷ যেহেতু এই সিস্টেমটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে, তাই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দক্ষিণভাগের উপকূলে এর প্রভাব পড়বে ৷

পশ্চিমবঙ্গের উপকূলে এর কোনও প্রভাব নেই ৷ প্রত্যক্ষ প্রভাব না পড়লেও ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পরে এই রাজ্যের উপকূলের আকাশে মেঘের সঞ্চার হবে ৷ 6-7 ডিসেম্বর অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলিতে হালকা বৃষ্টি হতে পারে ৷ কলকাতাতে 6 কিংবা 7 তারিখের যে কোনও একদিন হালকা বৃষ্টি হতে পারে ৷ তবে এক্ষেত্রে হাওয়ার গতিবেগ নিয়ে কোনও সতর্কতা জারি করেনি আলিপুর ৷ মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরেও কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি ৷ তাহলে কি শীতের আগমনীতে বাধার সৃষ্টি হতে চলেছে ?

কলকাতায় হাওয়া অফিসের আবহাওয়াবিদ গণেশচন্দ্র দাস সরাসরি এর কোনও উত্তর না-দিলেও তিনি বলেন, "আমাদের স্থলভাগে উত্তর দিক থেকে ধেয়ে আসা বাতাস সিকিম উত্তরবঙ্গ হয়ে আসছে ৷ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার দিনটি যত এগিয়ে আসবে, ততই এই হাওয়া উত্তর-পূর্ব দিক ছুঁয়ে আসবে ৷ বাংলাদেশ হয়ে আসবে ৷ এর ফলে আকাশে মেঘের সঞ্চার হবে ৷ আজ এবং আগামিকাল আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ সর্বনিম্ন তাপমাত্রা 20-21 ডিগ্রির মধ্যে থাকবে ৷ এর নীচে নামবে না ৷ এই পরিস্থিতি 7 তারিখ পর্যন্ত চলবে ৷ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে তাপমাত্রার পতন 7 তারিখের পরে হবে, তার আগে নয় ৷"

শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 93 শতাংশ ৷ আজ শনিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 21 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. গ্রহের চঞ্চলতায় আজ কর্মক্ষেত্রে সমস্যায় কোন রাশির জাতকরা ?
  2. স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ না হয়েই চাকরি, হাইকোর্টে চাঞ্চল্যকর তথ্য পেশ সিআইডির
  3. সুড়ঙ্গে প্রথম ক্যামেরা পাঠিয়ে শ্রমিকদের অবস্থা জানিয়েছিলেন তিনিই, সেই দৃশ্যই ইটিভি ভারতে দেখালেন সিঙ্গুরের দৌদীপ
Last Updated :Dec 2, 2023, 7:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.