ETV Bharat / bharat

গ্রহের চঞ্চলতায় আজ কর্মক্ষেত্রে সমস্যায় কোন রাশির জাতকরা ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 6:01 AM IST

Today's Horoscope in Bangla: আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে রয়েছে বিবাহের যোগ রয়েছে ৷ আর কী কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Horoscope in Bangla
রাশিফল

মেষ: আজ হয়ত আপনি স্মৃতিকাতর ও আকুল হয়ে পড়বেন। সম্পর্কগুলিকে উন্নত করার জন্য আপনি হয়ত সাধ্যাতীত চেষ্টা করবেন। যার ফল হলো জীবনভর ভালোবাসার সম্পর্ক। আজ নিয়মমাফিক কাজ করতে গিয়ে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। দ্বিধা করবেন না – প্রয়োজন হলে সাহায্য চান। পরিবারের বয়স্ক ব্যক্তির স্বাস্থ্যের জন্য খরচ হতে পারে। যদিও খুব বেশি পরিমাণে খরচ হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

বৃষ: প্রেম জীবনে আগ্রহ ও সমবেদনা অনুভব করার সম্ভাবনা প্রবল। খারাপ দিক হলো, আপনার নেতিবাচকতার কারণে ফলাফল সেরকম ভালো নাও হতে পারে। অন্যদের সমস্যা সমাধানের ব্যাপারে আপনি খুবই লড়াকু ৷ সকল ক্ষেত্রের অসম্পূর্ণ কাজগুলি করার এটি ভালো সময়। আপনার উদ্যম যেহেতু ক্রমবর্ধমান, আপনি সহজেই দিন ফুরোনোর মধ্যে সব কাজ শেষ করে ফেলতে পারবেন।

মিথুন: ব্যক্তিগত সম্পত্তি আপনার প্রিয়। আপনাকে হয়ত অনিচ্ছা সহকারেও কারোর সঙ্গে সেগুলি ভাগ করে নিতে হতে পারে। আজ আপনার টেবিলে অনেক কাজ জমবে। কিন্তু আপনি আরাম করা ও কাজগুলিকে হালকাভাবে নেওয়ার মেজাজে থাকবেন। আজ আপনি যাই লাভ করবেন তা আপনাকে দীর্ঘমেয়াদী আর্থিক সুবিধা বা স্থায়িত্ব দেবে না । প্রযুক্তিগত কোনও প্রকল্পের কাজ আজ এড়িয়ে যাওয়া ভালো ৷ কেননা আপনার নাক্ষত্রিক অবস্থান অনুকূলে নেই ।

কর্কট: যখন পথ চলা কঠিন হয়ে পড়ে, তখন যা ঘটছে তার সঙ্গে এগোনোই ভালো। যদিও আপনার মত হলো, কঠিন সময়ে সমস্যাগুলি থেকে একদম দূরে থাকাই ভালো। আজ দিনটি একদমই আপনার অনুকূলে নেই, ফলে আপনি সম্ভবত সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ও কাজ করা পিছিয়ে দেবেন। আজ ভাগ্য আপনার সহায়। প্রতিকূল পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখাবেন না, সহজভাবে নিন ও এগিয়ে যান।

সিংহ: একে দৈবের যোগ বলতে পারেন, কিন্তু আজ দিনটি আপনার কাছে অনেক কিছু উদ্ঘাটিত করবে। সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ৷ আপনার ঘটনাবহুল অভিযান প্রায় শেষের মুখে ৷ আপনি আপনার সুপ্ত প্রতিভা মেনে নিতে পারবেন। হৃদয়ের কথা শুনে চলুন ও কল্পনার অতল সাগরে ঝাঁপ দিন। বস্তুগত বিনিয়োগ আপনাকে শুধু সাময়িক সুখ দেবে। সাহসী কোনও নতুন উদ্যোগ শুরু করার জন্য আজ সঠিক দিন নয় ।

কন্যা: আপনার লেখনীশক্তির সাহায্যে আপনি অন্যকে আঘাত না দিয়েই আপনার মনের কথা প্রকাশ করতে পারবেন । আপনার বাকি থাকা কাজ আপনি সাফল্যের সঙ্গে সম্পন্ন করবেন। আজ আপনি যে কাজেই হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন। আপনার শক্তির মাত্রা যেহেতু আজ বাড়ছে ৷ আপনাকে পরামর্শ এই যে শারীরিক ও মানসিক দিক থেকে কঠিন কাজগুলি করার জন্য আপনার শক্তি ও সময় ব্যয় করুন। সারা দিন ধরে প্রবল পরিশ্রম করার পরে আপনার উচিত প্রিয় ও কাছের মানুষদের সঙ্গে সন্ধ্যাটি উপভোগ করা।

তুলা: আপনার সাফল্যের ভিত্তি হলো আপনার পরিবার। আজ দিনটিও একইরকম। আপনার হাসির সাহায্যে আপনি সবার মন জয় করে তাদের নিজের পাশে নিয়ে আসেন । আজ আপনি উদ্দীপনা ও প্রাণশক্তিতে ভরপুর থাকবেন। কাজেই, আপনার শক্তিকে ঠিক দিকে চালিত করুন ৷

বৃশ্চিক: আপনি নিজের সম্পর্কে চিন্তা করে ও নিজের দক্ষতার পরীক্ষা নিয়েই আজ দিনের বেশিরভাগ সময় ব্যয় করবেন। আপনার পেশাদারী দক্ষতার উন্নতির জন্য সবরকম আবশ্যক পদক্ষেপ আপনি নেবেন। মানুষের স্বভাব বোঝার আপনার বিরল ক্ষমতা ও বিবেচনা আপনাকে ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত করবে। আজ আপনার উচিত শুধু নিজের কাজগুলি সম্পন্ন করা । কৌশল নির্ধারণের জন্য অযথা সময় ও শক্তি খরচ করবেন না । আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না।

ধনু: কীভাবে আপনি আপনার আগ্রহ ধরে রাখবেন সেই চিন্তা নিয়েই আপনি মগ্ন থাকবেন। অবসরের কার্যকলাপ আপনাকে একঘেয়ে রুটিন থেকে বার করে আনবে । যা করতে ভালোবাসেন তা করে আনন্দে থাকুন ৷ তা বাগান করা, রান্না করা বা বই পড়া যাই হোক না কেন। সতর্কতা ও কৌশল আপনাকে ব্যক্তিগত ক্ষেত্রে ঝামেলামুক্ত থাকতে সাহায্য করবে। আপনার উদারতা প্রেম জীবনকে অন্য মাত্রা দেয়। আপনার সৎ ও সত্যবাদী স্বভাবটি সকলের সামনে উঠে আসবে।

মকর: সাধারণত আপনি আর্থিক বিষয় নিয়ে খুবই হিসাবী ও প্রচুর সতর্ক চিন্তাভাবনার পরেই আপনি খরচ করেন। যদিও আজ সঙ্গীদের প্রভাবে আপনি বয়ে যেতে পারেন। আপনি অফিসে সবথেকে জনপ্রিয় ব্যক্তি ৷ কিন্তু আজ দুর্ভাগ্যক্রমে প্রচুর কাজ করতে হবে, কোনও অবসর পাবেন না। কর্মক্ষেত্রে যে জিনিসকে অগ্রাধিকার দেন, তা আজ পালটে যেতে পারে।

কুম্ভ: আজ আপনার সব বিষয়ে প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে থেকে নিজেকে প্রমাণ করবেন। আপনি আপনার নিরাশা থেকে বেরিয়ে আসবেন ৷ জীবনে এগিয়ে যাওয়ার জন্য উৎসুক হয়ে পড়বেন। আপনার অমায়িক আচরণ আপনাকে লোকের কাছে প্রিয় করে তোলে ও আপনি সব দিক থেকে প্রশংসা পাবেন। আজ আপনি কিছু স্বাস্থ্যের সমস্যার মুখোমুখি হবেন। এই পরিস্থিতিতে আপনাকে স্বাস্থ্যকে প্রাধান্য দিতে হবে, নাহলে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে অনেক সময় লেগে যাবে।

মীন: আজকের নক্ষত্রের অবস্থান আপনার অনুকূলে নেই কাজেই কোনও ঝুঁকিপূর্ণ উদ্যোগ নেওয়া এড়িয়ে চলাই ভালো হবে। কাজের জায়গায় আপনার ভয় থাকবে যে আপনার চাকরি যেতে পারে। দ্বিতীয় ভাগে আপনার সিদ্ধান্ত নিতে অসুবিধা হতে পারে। যদিও আর্থিক দিক থেকে দিনটি আপনার জন্য ভালো যাবে। আপনি নিজের ও পরিবারের লোকেদের পেছনে পয়সা খরচ করতে পারবেন। সৌভাগ্যক্রমে আপনি কাঙ্ক্ষিত আর্থিক লাভ করতে পারবেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.