ETV Bharat / state

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

author img

By

Published : Aug 5, 2022, 6:43 AM IST

Updated : Aug 5, 2022, 7:30 AM IST

সেই শুরু থেকে বর্ষা দক্ষিণবঙ্গে সেভাবে ধরা দেয়নি ৷ যদিও ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভেসেছে উত্তরবঙ্গ ৷ আর দু-তিন দিন পরেই নাকি দক্ষিণের ভাগ্যেও তুমুল বৃষ্টি আসছে (West Bengal Weather Update) !
West Bengal Monsoon Update
রাজ্যে বর্ষা

কলকাতা, 5 অগস্ট: দেরিতে হলেও বর্ষা হয়তো তার চেনা মেজাজে কিছুটা ধরা দেবে ৷ তেমনই ইঙ্গিত দিতে শুরু করেছে আবহাওয়া । এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে । আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, 8 অগস্টের পর থেকে দক্ষিণে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে (IMD Kolkata Weather Forecasts partly cloudy sky with rain likely to occur) ।

উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী পাঁচ দিন দুই বঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে । উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে । তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । উত্তরবঙ্গে শুধু আগামী 7 অগস্ট রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে দু-এক জায়গায় বেশি বৃষ্টি হতে পারে । এই সময় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । সোমবারের আগে পর্যন্ত দুই বঙ্গে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন নেই । কলকাতায় আকাশ মূলত মেঘলাই থাকবে ৷ মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।"

পরের সপ্তাহে বৃষ্টি হবে কলকাতায় ? জানালেন আলিপুর হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: মকর রাশির গ্রহের অবস্থান খুব একটা ইতিবাচক নয় ৷ বাকিদের ভাগ্য কেমন যাবে জানুন রাশিফলে

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি ও 26.3 ডিগ্রি সেলসিয়াস, দু'টিই স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ হওয়ায় আর্দ্রতাজনিত গরমে জেরবার হতে হয়েছে । শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে । তাছাড়া দু-এক পশলা বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

Last Updated :Aug 5, 2022, 7:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.