ETV Bharat / state

West Bengal Weather Update : উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দক্ষিণে কয়েক পশলা

author img

By

Published : Jun 18, 2022, 6:52 AM IST

Updated : Jun 18, 2022, 7:10 AM IST

Monsoon rain in West Bengal
রাজ্যজুড়ে বর্ষা

পূর্বাভাস মিলিয়ে আষাঢ়ের দ্বিতীয় দিনে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে ৷ উত্তরেরও বাকি অংশগুলিতে মৌসুমী বায়ুর আগমন সম্পূর্ণ হয়েছে ৷ তবে উত্তরে একটানা বৃষ্টিতে ভূমি ধস, দৃশ্যমানতা কমে যাওয়া, ফসল নষ্ট হতে পারে, সতর্ক করেছে হাওয়া অফিস (West Bengal Weather Update) ৷

কলকাতা, 18 জুন : দুয়ারে বর্ষা বলে আর থমকে থাকা নয়, বরং ধীর গতিতে হলেও বৃষ্টি এবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে । প্রথম কয়েকটি দিন ধীর গতিতে তার উপস্থিতি জানান দিয়ে স্ট্রাইক রেট বাড়াবে বর্ষা । আলিপুর আবহাত্তয়া দফতরের পূর্বাভাসে তারই জোরালো ইঙ্গিত ।

হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, "শুক্রবার মৌসুমী বায়ু উত্তরবঙ্গের যেটুকু অংশ বাকি ছিল, তা পূর্ণ করে ফেলেছে । এর ফলে সমগ্র উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়ল ।" এ মাসের 3 তারিখে শুরু হয়ে 17 জুনের মধ্যে উত্তরবঙ্গ জুড়ে এখন বর্ষা । আগামী তিন থেকে চার দিন উত্তরের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । উপরের পাঁচটি জেলায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও একই আবহাওয়া থাকবে । লাগাতার বৃষ্টিতে ধসের প্রবল সম্ভাবনা, সঙ্গে পাহাড়ি অঞ্চলে দৃশ্যমানতা কমবে । আর ফসল নষ্টের শঙ্কা রয়েছে । তবে তাপমাত্রা একটু কমবে ।

উত্তরে ভারী বৃষ্টি চলবে, দক্ষিণেও বর্ষা ঢুকেছে, কী বলছেন সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় ?

আরও পড়ুন : মেষ রাশির জাতক-জাতিকারা আজ বন্ধু-বান্ধবদের সঙ্গে হুল্লোড় করে কাটাবেন ৷ আপনার দিন কেমন যাবে জানুন রাশিফলে

দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার ইঙ্গিত ছিলই এবং তা মিলেছে ৷ আষাঢ়ের দ্বিতীয় দিনেই বর্ষার বৃষ্টি শুরু হয়েছে, জানালেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটেছে । শুক্রবার বিকেল থেকেই তা শুরু হয়ে গিয়েছে । মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে কতটা প্রবেশ করল, তা আজ শনিবার দেখার পরেই বলা যাবে । আগেই বলা হয়েছিল বর্ষা ধীর গতিতে শুরু করবে । তিন-চারদিন পর থেকে বৃষ্টি বাড়বে ৷"

গত কয়েকদিনে তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামতে শুরু করেছিল । শুক্রবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা 29.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ শনিবারও আকাশ মেঘলাই থাকবে । কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে (IMD Kolkata weather forecasts generally cloudy sky with one or two spells of rain) ৷

Last Updated :Jun 18, 2022, 7:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.