ETV Bharat / state

West Bengal Weather Update: চাঁদিফাটা গরমে রঙের উৎসব, পূর্বাভাস হাওয়া অফিসের

author img

By

Published : Feb 28, 2023, 6:37 AM IST

Updated : Feb 28, 2023, 7:11 AM IST

Summer
গরম

শীত বিদায় নিয়েছে ৷ এবার গরমের পালা ৷ জলবায়ু পরিবর্তনে ঠান্ডা-গরমের মাঝে বসন্তকাল উধাও হয়ে গিয়েছে ৷ এবার দোল উৎসবে পারদ ঊর্ধ্বমুখী হবে, জানিয়েছে হাওয়া অফিস (Holi-Dolyatra Weather) ৷

আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে জানালেন আলিপুরের আবহাওয়াবিদ সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 28 ফেব্রুয়ারি: নাতিশীতোষ্ণ আবহাওয়ায় দোলৎসব হবে না ৷ বরং চাঁদিফাটা গরমেই রঙের উৎসব পালন করবে বাংলা ৷ আলিপুর আবহাওয়া অফিসের আগেই জানিয়েছিল পারদ চড়বে ৷ মার্চের শুরু থেকে যে গরম বাড়বে সেটাও তাদের পূর্বাভাসে ছিল ৷ নতুন মাসের প্রথম সপ্তাহে রংয়ের উৎসব ৷ স্বভাবত প্রশ্ন জাগে, দোলের দিন আবহাওয়া কেমন থাকবে ? হাওয়া অফিস জানিয়েছে, 7 মার্চ দোলের দিন 35 ডিগ্রি ছুঁয়ে ফেলবে পারদ (IMD Kolkata Holi Dolyatra Weather Forecast) ৷ গতকাল অর্থাৎ 27 ফেব্রুয়ারি থেকে গরম বাড়তে শুরু করেছে ৷ আজ 28 ফেব্রুয়ারি, মঙ্গলবার আলিপুরের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী 48 ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রায় সে রকম কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না ৷ যে তাপমাত্রা রয়েছে, সেটাই বজায় থাকবে ৷ কিন্তু 48 ঘণ্টা পর অর্থাৎ বৃহস্পতিবার থেকে দিনে-রাতে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু হবে ৷ গরম অনুভূত হবে ৷"

সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ আর সর্বনিম্ন তাপমাত্রা 22.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96 শতাংশ ৷ মঙ্গল-বুধবার এই তাপমাত্রাই বজায় থাকবে ৷ তারপর ধীরে ধীরে বাড়বে ৷ এবং সেটা বেশ দ্রুতই হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা ৷ মার্চের শুরুতে পারদ 35 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ ক্যালেন্ডারে বর্ণিত গ্রীষ্মকালের ছবিটা যে দাবদাহে পরিণত হবে, তা ধরে নেওয়া যায় ৷

আরও পড়ুন: চাকরি কারও পৈতৃক সম্পত্তি নয়, ধমকের সুরে পার্থকে কটাক্ষ বিচারপতি বসুর

আগামী পাঁচদিনের যে পূর্বাভাসে হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ আবহাওয়া শুষ্ক থাকবে ৷ উত্তরবঙ্গের উপরের চারটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ৷ বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে ৷ ইতিমধ্যে গরম বাড়ছে ৷ গত দু'দিন নাতিশীতোষ্ণ আবহাওয়ায় বসন্তের ছোঁয়া থাকলেও, তা সাময়িক ৷ বরং বৃহস্পতিবার থেকে তাপমাত্রা গিয়ার বদল করবে, জানিয়েছে হাওয়া অফিস ৷ অর্থাৎ চিড়বিড়ে গরম, চিটচিটে ঘামে ভ্যাপসা গরমই সঙ্গী ৷

মার্চ মাসের শুরুতে দোল উৎসব ৷ এইসময় পর্যন্ত সাধারণত হালকা শীতের আমেজ থাকত ৷ এবার সেই অবস্থার পরিবর্তন হচ্ছে ৷ দোলে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

Last Updated :Feb 28, 2023, 7:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.