ETV Bharat / state

West Bengal Weather Update : চাঁদিফাটা গরমেও রবিবাসরীয় সন্ধেয় বৃষ্টিতে ভিজবে কলকাতা, সঙ্গে ঝোড়ো হাওয়া

author img

By

Published : May 29, 2022, 6:56 AM IST

Updated : May 29, 2022, 7:33 AM IST

বর্ষা আসব আসব করছে ৷ এর মধ্যে বাড়ছে চড়ছে পারদ ৷ কলকাতা এবং তার আশপাশে আজও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ তবে বিকেল-সন্ধে নাগাদ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিছুটা স্বস্তি দেবে (West Bengal Weather Update) ৷

Kolkata Pre Monsoon temperature
কলকাতায় বাড়ছে গরম

কলকাতা, 29 মে : পারদ 38 ডিগ্রির আশেপাশে থাকলেও অনুভূতি হচ্ছে 42 ডিগ্রির । চাঁদিফাটা গরমের সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ 93 শতাংশ হওয়ায় অস্বস্তি প্রাণান্তকর হয়ে দাঁড়িয়েছে । আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস বললেন, "উত্তর ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । এছাড়া নেপাল থেকে ঝাড়খণ্ড পর্যন্ত আরেকটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । এই দুইয়ের যোগফলে ফলে তাপমাত্রা আরও এক ডিগ্রি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ।"

আজ ও আগামিকাল সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা 38 ডিগ্রির উপরে থাকতে পারে ৷ রবি-সোম বিকেল বা সন্ধে নাগাদ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা আছে ৷ বৃষ্টির সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতায় । কলকাতায় তাপমাত্রা বৃদ্ধিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে (IMD Kolkata Forecasts partly cloudy sky with possibility of moderate rain) ।

আজ রবিবার কেমন থাকবে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া, জানালেন আলিপুর অধিকর্তা গণেশচন্দ্র দাস

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 29th May : প্রেমের ক্ষেত্রে কাদের ভাগ্য সুপ্রসন্ন ? জানুন রাশিফলে

উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে একটু বেশি বৃষ্টি হবে ৷ বাকি জেলাগুলিতে হালকা ঝড়-বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস । তাই বর্ষার আগমনী শুনে যে স্বস্তির ইঙ্গিত মিলেছিল, তা আপাতত শিকেয় । বরং বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সঙ্গে দাবদাহের জন্য তৈরি থাকতে হবে দক্ষিণবঙ্গকে । শনিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি হয়ে 38 ডিগ্রিতে পৌঁছেছিল । সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি হয়ে 29 ডিগ্রি সেলসিয়াস ছিল ৷ রবিবার বিকেল-সন্ধেয় ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও দিনে গরমের অস্বস্তি বাড়বে । আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 38 ও 29 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

Last Updated : May 29, 2022, 7:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.