ETV Bharat / state

West Bengal Weather Update : চৈত্র সংক্রান্তিতে দক্ষিণে মেঘলা আকাশ, ভিজবে পাহাড়

author img

By

Published : Apr 14, 2022, 7:27 AM IST

আজ চৈত্র মাসের শেষ দিন ৷ নতুন বছরের সূচনায় উত্তর ও দক্ষিণ বঙ্গে ঠিক বিপরীত আবহাওয়া ৷ বৈশাখের শুরুতেই কালবৈশাখীর পূর্বাভাস থাকলেও তার দেখা মেলেনি এখনও (West Bengal Weather Update ) ৷ তবে কি দক্ষিণবঙ্গে বৃষ্টির অপেক্ষা আরও সুদূর প্রসারী হবে, কী বলছে হাওয়া অফিস ?

West Bengal Weather
বঙ্গের আবহাওয়া

কলকাতা, 14 এপ্রিল : দিনভর ঝড়-বৃষ্টির সতর্কতা জানাল আবহাওয়া অফিস । কখন কোথায় কত বেগে ঝড় আসছে, বৃষ্টি হবে কি না, বজ্রবিদ্যুৎ আছড়ে পড়বে কি না সব থাকছে সতর্কতায় । তবে যাবতীয় সতর্কতা উত্তরবঙ্গের জন্য । চৈত্র অবসানে বৈশাখ বরণের প্রস্তুতি চলছে । কিন্তু দাবদাহে দক্ষিণবঙ্গের পুড়ে ঝাঁ ঝাঁ হয়ে যাওয়ার সমাধান হিসেবে ঝড় বৃষ্টির দেখা নেই (IMD forecast Kolkata and neighbourhood partly cloudy sky) ।

দক্ষিণে দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে ৷ উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস ৷

আলিপুর হাওয়া অফিস বাংলা ক্যালেন্ডারের শুরুতে বৃষ্টির পূর্বাভাস দিলেও তা অস্বস্তিকর পরিস্থিতিতে যথেষ্ট নয় । তাপমাত্রা 33 থেকে 35 ডিগ্রিতে ঘোরাফেরা করছে ৷ অথচ দুপুরে শহরের রাস্তায় চল্লিশ ডিগ্রি অনুভব হচ্ছে । শুষ্ক গরমে চাঁদিফাটা অবস্থায় বাইরে বেরোতে হলে হাত-মুখ ঢেকে রাখার কথা বলছেন চিকিৎসকরা । সঙ্গে জল রাখা অবশ্য জরুরি । তেষ্টা মেটাতে রাস্তার ফলের রসে গলা না ভেজানোই ভাল ।

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 14th April : ভালবাসা ও প্রতিশ্রুতিকে পুনরুজ্জীবিত করার জন্য আদর্শ সময় কোন রাশির ? জানুন রাশিফলে

বুধবার কলকাতা এবং তার আশপাশের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কমে 34.1 দশমিক ডিগ্রিতে পৌঁছেছিল । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বৃদ্ধি পেয়ে 27.7 ডিগ্রি হয়েছিল । লক্ষ্মীবারে আকাশ অংশত মেঘলা থাকবে । বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 এবং 27 ডিগ্রিতে ঘোরাফেরা করবে । রোদে পোড়া দক্ষিণের উল্টো ছবি উত্তরবঙ্গে । বিশেষত উপরের দিকে পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি প্রতিদিন হয়েই চলেছে । বলা যায়, চৈত্রাবসানে ভিজছে পাহাড়, পুড়ছে সমতল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.