ETV Bharat / state

তপসিয়ার বস্তিতে ভয়াবহ আগুন, গৃহহীন আড়াইশো মানুষ

author img

By

Published : Nov 10, 2020, 4:52 PM IST

Updated : Nov 10, 2020, 7:30 PM IST

তপসিয়ায় বিধ্বংসী আগুন, ভষ্মীভূত শতাধিক ঝুপড়ি
তপসিয়ায় বিধ্বংসী আগুন, ভষ্মীভূত শতাধিক ঝুপড়ি

খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থান পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 10 মিনিট থেকে বেরিয়ে যান তিনি ৷

কলকাতা, 10 নভেম্বর : তপসিয়ার বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় গৃহহীন প্রায় আড়াইশো মানুষ ৷ পুলিশের প্রাথমিক অনুমান এমনটাই ৷ আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে ৷ তা সত্ত্বেও কুলিং প্রসেসের কাজ করছে দমকল ৷ খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থান পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 10 মিনিট থেকে বেরিয়ে যান তিনি ৷

আজ দুপুরে পার্ক সার্কাসের তপসিয়ায় খালপাড়ের একটি ঝুপড়িতে প্রথমে আগুন লাগে । সেখান থেকে আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন । দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক ঝুপড়ি ৷ আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে যায় শতাধিক ঝুপড়ি ৷ ঘটনাস্থানে পৌঁছায় দমকলের 12 টি ইঞ্জিন । তবে প্রাণহানির খবর নেই ৷ স্থানীয় সূত্রে খবর, খালপাড়ে রয়েছে একটি রংয়ের গোডাউন । সেখানেই প্রাথমিকভাবে আগুন লাগে । রংয়ের গোডাউনের স্বাভাবিকভাবেই মজুদ ছিল প্রচুর দাহ্য বস্তু । তার ফলে দ্রুত আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে । আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঝুপড়িতে ।

তপসিয়ায় বিধ্বংসী আগুন

ঘটনাস্থানে যান দমকল মন্ত্রী সুজিত বসু । তাঁর আগেই পৌঁছে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী জাভেদ খান । আগুন নেভাতে সাহায্য করে তপসিয়া থানার পুলিশও । দমকল মন্ত্রী বলেন, "রংয়ের গোডাউন থেকেই আগুন লেগেছে । আগুন ছড়িয়ে পড়েছে । যদিও দমকল দ্রুত কাজ শুরু করেছে । তাতে আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে । সবথেকে বড় কথা কোনও প্রাণহানি হয়নি ।"

Last Updated :Nov 10, 2020, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.