ETV Bharat / state

হাসপাতাল জোর করে আটকে রেখেছে, বাড়ি ফিরতে মরিয়া শোভন

author img

By

Published : May 22, 2021, 6:58 PM IST

Updated : May 22, 2021, 8:01 PM IST

কোর্টের নির্দেশমতো তিনি বাড়ি ফিরতে চান ৷ সেইসঙ্গে তাঁর অভিযোগ, তাঁকে গ্রেফতারির পর থেকে কোনও ওষুধ দেওয়া হয়নি ৷ এমনকি, তাঁর সিরোসিস অফ লিভারও হয়নি ৷

শোভন চট্টোপাধ্যায়
শোভন চট্টোপাধ্যায়

কলকাতা, 22 মে : কলকাতা, 22 মে : বাড়ি ফিরতে মরিয়া শোভন চট্টোপাধ্যায় ৷ কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে জোর করে আটকে রেখেছে ৷ সেরকমভাবে কোনও চিকিৎসাও হচ্ছে না ৷ তাই কোর্টের নির্দেশমতো তিনি বাড়ি ফিরতে চান ৷ আজ এসএসকেএম হাসপাতালের জানলা থেকে সাংবাদিকদের উদ্দেশে এমনই জানালেন শোভন চট্টোপাধ্যায় ৷

গ্রেফতারির পর থেকে তাঁকে কোনও ওষুধ দেওয়া হয়নি বলে অভিযোগ শোভনের ৷ তিনি সেদিনের ঘটনার প্রসঙ্গ তুলে বলেন, " আমাকে গ্রেফতার করার পর কোনও ওষুধ (মূলত সুগার, প্রেসারের নিয়মিত ওষুধ) দেওয়া হয়নি ৷ সারাদিন ওইভাবেই রাখা হয় ৷ স্বাভাবিকভাবেই আমি অসুস্থ হয়ে পড়ি ৷ তারপর আমাকে এসএসকেএমে আনা হয় ৷ " সেইসঙ্গে তিনি বলেন, "সেইসময় আমার যা অসুস্থতা ছিল এখন আর সেগুলো নেই ৷ বিষয়টি মেডিকেল বোর্ডে জানালে আজই আমাকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয় ৷ কিন্তু, আমাকে হাসপাতাল থেকে ছাড়া হয়নি ৷ একপ্রকার জোর করে আটকে রাখা হচ্ছে ৷ কোর্টের নির্দেশ মতো আমি বাড়ি ফিরতে চাই ৷’’

পাশাপাশি তাঁর দাবি, তাঁর সিরোসিস অফ লিভার হয়নি ৷ তাঁর অভিযোগ, সিরোসিস অফ লিভার হলে তাঁর জন্য নির্দিষ্ট কিছু পরীক্ষা করতে হয় ৷ কিন্তু, তা করা হয়নি ৷ প্রসঙ্গত আজ সকালে একই দাবি তোলেন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷ সেইসঙ্গে শোভনকে কোনও এক অদৃশ্য অঙ্গুলি হেলনে এখানে আটকে রাখা হয়েছে বলে দাবি করেন ৷

এ দিন নাম না করে কুণাল ঘোষকে নিশানা করেন শোভন চট্টোপাধ্যায় । বলেন, "যাঁরা বিভিন্ন সময় জেলে কাটিয়েছেন, তাঁরা এখন তৃণমূলের মুখপাত্র হয়ে কথা বলছেন । বৈশাখী সম্পর্কে কথা বলার আগে নিজেকে দেখুন । আগে বৈশাখীর নখের যোগ্য হয়ে দেখাক ৷ সম্পূর্ণ আইনগত দিক থেকে দেখা হোক বিষয়টি । মুখ্যমন্ত্রীর গ্রেফতারির দাবি করেছিলেন যিনি, তাঁর কথার গুরুত্ব নেই আমার কাছে ।" প্রসঙ্গত, আজ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের এসএসকেএমে যাওয়া প্রসঙ্গে কুণাল বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করেন ৷ বলেন, কে ওই মহিলা হাসাপাতালে ঘুরে বেড়াচ্ছেন ? এরপরই কুণালের বিরুদ্ধে সরব হন শোভন ৷

কী বলছেন শোভন , শুনে নিন...

এদিকে, শোভনের বাড়ি ফেরা নিয়ে তৈরি হয়েছে ঠিকানা বিভ্রাট ৷ সিবিআই-এর খাতায় রয়েছে বেহালার বাড়ির ঠিকানা ৷ কিন্তু শোভন চট্টোপাধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যেতে চান গোলপার্কের ফ্ল্যাটে । কিন্তু বর্তমানে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোলপার্কের একটি ফ্ল্যাটেই থাকেন শোভন ৷ এই নিয়ে শুরু হয়েছে তরজা ৷ যদিও, শোভন জানিয়েছেন তিনি গোলপার্কের ফ্ল্যাটে থাকবেন ৷

Last Updated : May 22, 2021, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.