ETV Bharat / state

Kolkata Home Stay: কেবল পাহাড়-সমুদ্র নয়, এবার মহানগরেও মিলবে হোম-স্টে

author img

By

Published : Jul 26, 2022, 10:36 PM IST

kolkata home stay
কলকাতায় হোম স্টে

এবার কলকাতায় সরকারিভাবে নথিভুক্ত করা হবে হোম-স্টে(Kolkata Home Stay)৷ যাঁরা বাড়ি ভাড়া দেন তাঁদের হোম-স্টে মালিক হিসেবে দেওয়া হবে অতিথি অভ্যর্থনার ট্রেনিং ৷

কলকাতা, 26 জুলাই: পাহাড়ে, জঙ্গল, নির্জন নদীর ধার বা সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসুদের এখন হোটেল বা রিসর্টের থেকেও হোম স্টে-তে থাকার ঝোঁক বেশি । শুধু ভ্রমণ নয় ভিনরাজ্যে বেশ কিছু শহরে বড় বড় হাসপাতালকে কেন্দ্র করেও হোম-স্টে এর চল রয়েছে । চিকিৎসা করাতে এসে হোটেলের চেয়ে হোম-স্টেতেই থাকেন বেশিরভাগ লোকজন ৷ এবার সেই আদলেই কলকাতায় হোম-স্টে চালু করার জন্য উৎসাহ দিতে পদক্ষেপ নিচ্ছে রাজ্যের পর্যটন দফতর ও কলকাতা পৌরনিগম(home stay will be available in kolkata)।

বিশ্বের নানা দেশ থেকে বিশেষ করে পড়শি বাংলাদেশ বা নেপাল, ভুটান থেকে বহু মানুষ আসেন কলকাতা ঘুরতে । কালীঘাট, ভিক্টোরিয়া দেখা অথবা কলকাতার থেকে আশপাশের জেলায় তীর্থ স্থানে ঘুরে আসতে অনেকেই কলকাতার বড় হোটেল ছেড়ে ইতিউতি ফ্ল্যাটে থাকতে পছন্দ করেন । বাড়ির বাইরে এসে বাড়ির আমেজেই থাকা হোটেলের রেস্ট্রিকশনে নয় । তবে এই সমস্ত ফ্ল্যাট ভাড়া দিলেও সরকারি খাতায় হোম-স্টে হিসেবে নথিভুক্ত নেই । এই সংখ্যাটা খুব ধীরে হলেও মহানগরে ক্রম বর্ধমান । তাই হোম-স্টে সরকারিভাবে চালু করতে চায় রাজ্য । সম্প্রতি বিষয়টি মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন । তারপরেই তৎপরতা শুরু হয় । রাজ্য পর্যটন দফতর এবং কলকাতা পৌরনিগমের সমন্বয়কারী হিসেবে এক নতুন পদ তৈরি করা হয়েছে ৷ যেখানে রয়েছেন কলকাতা পৌরনিগমের এক চিফ ম্যানেজার পদের অধিকারিক ৷

আরও পড়ুন : 6 মাসে হোম স্টে-তে দেশের সেরা হবে বাংলা: পর্যটন মন্ত্রী
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, চিকিৎসা কিংবা পড়াশোনা, এমনকী ঘুরতেও শহরে বহু মানুষ আসেন । এখানে বহু ব্যক্তিগত মালিকানাধীন বাড়ি রয়েছে, হোম স্টে-র মতো বা মেস ভাড়া দিয়ে আয় করেন বাড়ির মালিক । তবে এই মেস বা হোম-স্টের মতো ভাড়া দেওয়া ফ্ল্যাটের কোনও তথ্য সরকারের কাছে নেই ।

এবার রাজ্যের পর্যটন দফতর ও কলকাতা পৌরনিগম যৌথভাবে এমন ফ্ল্যাট, বাড়িগুলি চিহ্নিত করে নথিভুক্ত করবে । তাদের সমস্ত তথ্য পর্যটন দফতরের ওয়েবসাইটে দেওয়া হবে । জেলার মতো এখানেও তাদের অতিথি অভ্যর্থনার প্রশিক্ষণ দেওয়া হবে । আরও কীভাবে সেই হোম-স্টে আকর্ষণীয় করে তোলা যায়, সেই ব্যাপারে পরিকল্পনা হবে ।

এই বিষয়ে পৌরনিগমের এক আধিকারিক জানান, শহরে হোম-স্টে বেশ কিছু বছর ধরেই আছে । বাইপাস সংলগ্ন হাসপাতালে আসা রোগীর পরিবার বা নার্সরা থাকেন । ধর্মতলা, তালতলা, রিপন স্ট্রিট-সহ বেশ কিছু জায়গায় আছে যেখানে মূলত পর্যটকরা থাকেন । এবার এগুলি তালিকাভুক্তভাবে থাকবে । যেখানে সরকারের নজরদারি থাকবে । এদের নানা প্রশিক্ষণ দেওয়া থেকে বিভিন্ন সুযোগ সুবিধা দান করা হবে যাতে হোম-স্টে আরও উৎসাহ পায় ।
আরও পড়ুন : মালদায় পর্যটনের প্রসারে উদ্যোগী সরকার, তৈরি হবে হোম-স্টে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.