ETV Bharat / state

HC on Bengal Civic Polls : পৌরভোটের অনিয়ম সংক্রান্ত মামলায় এবার জাতীয় নির্বাচন কমিশনকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : Mar 7, 2022, 12:56 PM IST

high court related cases
high court

কলকাতা-সহ বাকি চার পৌরনিগম ও ১০৮টি পৌরসভার ভোটের অনিয়ম নিয়ে যাবতীয় মামলায় এবার জাতীয় নির্বাচন কমিশনকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের (High Court directed to involve Election Commission of India in the municipal polls related cases) ৷ ১১ মার্চ এই সমস্ত মামলার শুনানি ৷

কলকাতা, 7 মার্চ : কলকাতা পৌরভোটের সংরক্ষিত সিসিটিভি ফুটেজ-সহ ভোটারের নথি পরীক্ষায় জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট । তাই এই মামলায় কমিশনকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের (High Court directed to involve Election Commission of India in the municipal polls related cases) ।

কলকাতা-সহ বাকি চার পৌরনিগম ও ১০৮টি পৌরসভার ভোটের অনিয়ম নিয়ে যাবতীয় মামলা ১১ মার্চ শুনবে বলে জানিয়েছে আদালত। এর আগে ছাপ্পা, বুথ দখল ও শাসকদল সন্ত্রাস করে ভোট লুঠের অভিযোগের তদন্তে সিবিআই বা জাতীয় নির্বাচন কমিশনকে নিয়োগ করার আবেদন করা হয় বিজেপির তরফে । সেই সূত্রেই অন্য পৌরসভাগুলির সঙ্গে এবার কলকাতার ভোটের অনিয়ম ধরতে জাতীয় নির্বাচন কমিশনকে মামলায় যুক্ত করার নির্দেশ দিল হাইকোর্ট (High Court on municipal polls)।

আরও পড়ুন : Madhyamik Examination 2022 : মাধ্যমিকেও এবার স্পর্শকাতর কেন্দ্র, কড়া নিরাপত্তায় শুরু হচ্ছে পরীক্ষা

উল্লেখ্য গোটা রাজ্যের সমস্ত পৌরনিগম ও পৌরসভায় ভোট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে । কলকাতা হাইকোর্টের নির্দেশে তিন দফায় ভোট সম্পন্ন করেছে রাজ্য নির্বাচন কমিশন । কিন্তু প্রথম থেকেই রাজ্যের বিরোধী দলগুলি ভোটকে শাসকদল প্রহসনে পরিণত করেছে বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছে।

আরও পড়ুন : CBI Summons Anubrata : অনুব্রতকে চতুর্থবার নোটিস সিবিআইয়ের, হাজিরা এড়ালে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

আদালত ইতিমধ্যেই নির্বাচন কমিশন ও রাজ্যের কাছে সে বিষয়ে হলফনামা তলব করেছে । ১১ মার্চ এই সমস্ত মামলার শুনানি। অন্যদিকে মালদার ইংলিশবাজার পৌরসভার ভোটে ছাপ্পা, ভোট লুটের মামলায় সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা । ২১ মার্চ পরবর্তী শুনানি। বিচারপতি তার আগে দেখে নিতে চান, ডিভিশন বেঞ্চ এ বিষয়ে কি অবস্থান নিচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.