ETV Bharat / state

Madhyamik Examination 2022 : মাধ্যমিকেও এবার স্পর্শকাতর কেন্দ্র, কড়া নিরাপত্তায় শুরু হচ্ছে পরীক্ষা

author img

By

Published : Mar 7, 2022, 11:27 AM IST

এতদিন শুনে এসেছেন নির্বাচনে স্পর্শকাতর বুথের কথা ৷ এবার মাধ্যমিক পরীক্ষাতেও চিহ্নিত করা হল স্পর্শকাতর কেন্দ্র ৷ জলপাইগুড়ি জেলায় (Madhyamik Examination in Jalpaiguri) ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে সেইসব স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিকে ৷ সেখানে থাকছে কড়া নজরদারির ব্যবস্থা ৷ জলপাইগুড়িতে কোথায় কোথায় রয়েছে এইসব স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র ?

Madhyamik Examination 2022
মাধ্যমিক পরীক্ষা 2022

জলপাইগুড়ি, 7 মার্চ : শুধুমাত্র ভোটেই নয় ৷ মাধ্যমিকেও এবার স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র চিহ্নিত করল জলপাইগুড়ি জেলা প্রশাসন (Sensitive Exam Centre of Madhyamik in Jalpaiguri District) । স্পর্শকাতর এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা । পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের যাতে কোনও আশঙ্কা না থাকে তাই উত্তরবঙ্গের পাঁচ জেলার বেশ কিছু এলাকাতে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার । জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, উত্তর দিনাজপুর ও মালদা-সহ জেলার বেশ কিছু এলাকাতে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কথা জানিয়ে সার্কুলার জারি করা হয়েছে । মাধ্যমিক পরীক্ষার জন্য সকাল 11টা থেকে বিকাল 3টে পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া রয়েছে ।

এ বছর জলপাইগুড়িতে মোট 125টি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা গ্রহণ হবে । এর মধ্যে প্রধান পরীক্ষা গ্রহণ কেন্দ্র রয়েছে 23টি । করোনা সংক্রমণের কথা মাথায় রেখে গতবারের তুলনায় পরীক্ষা গ্রহণ কেন্দ্র এবং প্রধান পরীক্ষা গ্রহণ কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে । শেষবার এই দুই কেন্দ্রের সংখ্যা যথাক্রমে ছিল 98 এবং 20টি । এদিকে যে সব স্কুলগুলিতে পরীক্ষা গ্রহণ কেন্দ্র করা হয়েছে তার মধ্যে 19টি কেন্দ্রকে ইতিমধ্যেই স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে ।

আরও পড়ুন : Tea Seller in Madhyamik Exam : স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার, পড়াশোনার সঙ্গে লকডাউনে চা বিক্রি মাধ্যমিক পরীক্ষার্থীর

জানা গিয়েছে, স্পর্শকাতর এই পরীক্ষাকেন্দ্রগুলির অধিকাংশই নাগরাকাটা ব্লকে অবস্থিত । এছাড়াও ময়নাগুড়ি ও বানারহাটেও রয়েছে বেশ কিছু স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র (Sensitive Examination Centre of Madhyamik) । এই কেন্দ্রগুলিতে বিশেষ নজরদারির জন্য প্রতিটি সিসি ক্যামেরা ছাড়াও ভিডিয়োগ্রাফি করার ব্যবস্থা নেওয়া হয়েছে । পাশাপাশি কেন্দ্রগুলিতে মোতায়েন থাকছে বিশেষ পুলিশ বাহিনী ।

এই স্পর্শকাতর কেন্দ্রগুলিতে বাছাই করা কয়েকটি এলাকায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে বলে জানান কো-অর্ডিনেটার সুব্রত রায় । এছাড়া ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জেলা জুড়ে সরকারি বাস এবং প্রায় 150টি ছোট গাড়ি চালানো হচ্ছে ।

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি, নাগরাকাটা ও বানারহাট ; উত্তর দিনাজপুরের ইসলামপুর, গোয়লপোখর ও চোপড়া ; দার্জিলিং জেলার বাগডোগরা ; মালদার কালিয়াচক, রতুয়া ও গাজল ; কোচবিহারের দিনহাটা, তুফানগঞ্জ, শীতলকুচি ও মেখলিগঞ্জের বেশ কিছু এলাকায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে ।

আরও পড়ুন : Madhyamik Examination : একগুচ্ছ সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে সোমবার থেকে রাজ্যে শুরু মাধ্যমিক পরীক্ষা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.