ETV Bharat / state

দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি, ঝোড়া হাওয়া

author img

By

Published : Aug 24, 2020, 7:00 PM IST

Updated : Aug 25, 2020, 11:17 AM IST

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে । যা আগামী 48 ঘণ্টায় আরও ঘনীভূত হবে । যার ফলে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে 45 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতা
কলকাতা

কলকাতা, 25 অগাস্ট : আজ থেকে কলকাতা এবং সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস । আর পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুরের পর থেকেই আবহাওয়ার অবনতি হতে শুরু করবে । দুপুরের পর থেকে শুরু হবে বৃষ্টি । সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট । সন্ধের পর থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে । আগামীকাল বিকেল পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে । সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপের ভ্রূকুটির জেরে দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে । গত সপ্তাহের শুরুতে উত্তর-পশ্চিম বঙ্গপোসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হয় । আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কলকাতার কয়েকটি জায়গা ও সংলগ্ন হাওড়া, হুগলিতে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছিল ।

আজ আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে , উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ আগামী 48 ঘণ্টায় ঘণীভূত হয়ে ক্রমশ শক্তি বৃদ্ধি করবে । এই নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশা উপকূলের উপর অবস্থান করছে । এর জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণ 24 পরগনা , পূর্ব মেদিনীপুর , পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রামে আজ থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । আগামীকাল অর্থাৎ বুধবার ঝোড়ো হাওয়ার দাপট বৃদ্ধি পাবে পশ্চিমের জেলাগুলিতে । পুরুলিয়া , পশ্চিম বর্ধমান , পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রামে আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে । অন্যদিকে , আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙে হালকা বৃষ্টি হবে ।

আগামী বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে । আবহাওয়া অফিসের পূর্বাভাস, উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় 55 কিলোমিটার ঝোড়ো হাওয়ার দাপট থাকবে । কলকাতা, হাওড়া, হুগলি- এই জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার বেগে ।

Last Updated : Aug 25, 2020, 11:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.