ETV Bharat / state

Health University: স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের নির্দেশ রাজ্যপালের

author img

By

Published : Aug 11, 2023, 12:24 PM IST

Health University VC: নিয়ম মেনে নিয়োগ হয়নি, এই প্রশ্ন তুলে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পালকে সরিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ পরবর্তী উপাচার্য কাকে করা হবে, এই নিয়ে স্বাস্থ্য ভবনকে দু’টি নাম প্রস্তাব করতে বলা হয়েছে রাজভবনের তরফে ৷

Health University
Health University

কলকাতা, 11 অগস্ট: শিক্ষার পর এবার স্বাস্থ্য ৷ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অপসারিত রাজভবনের নির্দেশে । স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পালকে অপসারণ করেছে রাজভবন । ইউজিসির নিয়ম মেনে নিয়োগ হয়নি সুহৃতা পালকে বলেই অভিযোগ উঠেছে । তাহলে তাঁকে সরানো হবে না কেন, এই প্রশ্নই তোলা হয়েছে রাজভবনের তরফে । মূলত সার্চ কমিটির দ্বারা নির্ধারিত হয়েছিলেন সুহৃতা পাল । তবে সেই সময় সার্চ কমিটিতে ছিলেন না ইউজিসির কোনও প্রতিনিধি । তাই এই উপাচার্যকে কেন পদে রাখা হবে, সেই প্রশ্নই তুলেছে রাজভবন । তবে এবার কী পদক্ষেপ করেন উপাচার্য, তাই দেখার ।

সম্প্রতি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে চরম অরাজজ্ঞতা তৈরি হয়েছে বলে অভিযোগ তুলে রাজভবনে চিঠি পাঠিয়েছিলেন চিকিৎসক সংগঠনগুলি । তারপরেই তদন্তে নামে রাজভবন । সেই তদন্তে দেখা যায় বর্তমানে যে উপাচার্য রয়েছেন বিশ্ববিদ্যালয়ে, তাঁর নিয়োগ আইনসম্মতভাবে হয়নি । তখনই রাজভবনের পক্ষ থেকে প্রথমে চিঠি পাঠানো হয় । তবে একাধিক চিঠিতেও কোনও উত্তর মেলেনি । তাই এবার অপসারণের নির্দেশ সরাসরি ভাবে দেওয়া হয়েছে সুহৃতা পালকে । তবে আইনি পথে যেতে চলেছেন সুহৃতা পাল, এমটাই সূত্রের খবর ।

রাজ্য বনাম রাজভবন সংঘাত ক্রমশ বেড়ে চলেছে । শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষা দফতরের ও শিক্ষামন্ত্রীর সঙ্গে বারবার বিরোধ দেখা গিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের । আচার্য হিসাবে রাজ্যপালকে মান্যতা দিতে চান না প্রাক্তন উপাচার্যরা । মুখ্যমন্ত্রীকেই সেই পদে রাখার দাবি তুলেছেন তাঁরা ।

অন্যদিকে প্রাক্তন উপাচার্যদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল, রাজ্যপাল আইন সম্মতভাবে নিয়োগ করছেন না । উচ্চশিক্ষা দফতরের সঙ্গে কোনোরকম যোগাযোগ না করেই রাজ্যপাল উপাচার্য নিয়োগ করছেন বলে অভিযোগ করা হয়েছে । তবে এবার স্বাস্থ্য ভবনের কাছে থেকে দু’জনের নাম জানতে চেয়েছে রাজভবন । সুহৃতা পালের বদলে কাকে উপাচার্য হিসেবে নিয়োগ করা যায়, সেই কারণেই দু’জনের নাম রাজভবনের তরফে চাওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের কাছে ৷

আরও পড়ুন: হাজিরা চেক করছেন রাজ্যপাল! 'মুচলেকা'র চাপে রাজভবনের সরকারি কর্মী-আধিকারিকরা

এখন দেখার, সেই প্রস্তাব মেনে স্বাস্থ্য ভবন দু’টো নতুন পাঠায়, নাকি অন্য কোনও পদক্ষেপ করে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.