ETV Bharat / state

Governor Bose in CU: একই দিনে দ্বিতীয়বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে আচার্য বোস, শুনতে হল গো-ব্যাক স্লোগান

author img

By

Published : Apr 10, 2023, 4:51 PM IST

Updated : Apr 10, 2023, 5:33 PM IST

সোমবার দুপুরে দ্বিতীয়বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেখানে তাঁকে লক্ষ্য করে গো-ব্যাক স্লোগান দেওয়া হয় ৷

ETV Bharat
রাজ্যপাল সিভি আনন্দ বোস

কলকাতা, 10 এপ্রিল: একই দিনে পরপর দু'বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ যিনি পদাধিকার বলে এই শিক্ষাপ্রতিষ্ঠানের আচার্যও বটে ৷ তবে সোমবার তাঁর দ্বিতীয়বার এই বিশ্ববিদ্যালয় সফর খুব একটা সুখকর হল না ৷ এদিন দুপুরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে লক্ষ্য করে গো-ব্যাক স্লোগান দেওয়া হয় ৷

জানা গিয়েছে, এদিন দুপুরে যখন এই বিশ্ববিদ্যালয়ে যান আচার্য বোস, তখন সেখানে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন ছাত্র সংগঠন ডিএসও-এর সদস্যরা ৷ তখনই রাজ্যপালকে লক্ষ্য করে গো-ব্যাক স্লোগান দেওয়া হয় ৷ উল্লেখ্য, এর আগে সোমবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশকে না-জানিয়েই কলকাতা বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছিলেন রাজ্যপাল ৷ যদিও দ্বিতীয়বার তিনি যখন সেখানে যান তখন প্রোটোকল মেনেই তাঁকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৷

রাজ্যপালকে লক্ষ্য করে এদিন গো-ব্যাক স্লোগান কেন দেওয়া হল সেই প্রসঙ্গে বিক্ষোভকারীরা জানান, জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে এই পদক্ষেপ ৷ এক্ষেত্রে রাজ্যপাল যেহেতু কেন্দ্রের প্রতিনিধি তাই তাঁর সামনেই এই বিক্ষোভ দেখানো হয় ৷ এরপর কলেজস্ট্রিট চত্বরে একটি মিছিলও করেন ডিএসও সদস্যরা ৷

উল্লেখ্য, সোমবার বেলা 11টা 40 মিনিট নাগাদ প্রথমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা পুলিশকে আগাম না জানিয়েই এদিন সকালে সেখানে যান রাজ্যপাল বোস ৷ তবে পদাধিকার বলে রাজ্যপাল যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের আচার্য, তাই তাঁর সেখানে যাওয়াকে অস্বাভাবিক বলে মনে করছেন না কেউই ৷ কিন্তু আগাম কোনও খবর না দিয়ে তিনি যেভাবে এদিন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গেলেন তাতে অনেকেই অবাক ৷ যদিও এদিন সকালে যখন সেখানে যান আচার্য, তখন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বা রেজিস্ট্রার কেউ ছিলেন না ৷ তাঁরা সেখানে যান রাজ্যপাল যাওয়ার প্রায় আধঘণ্টা পর ৷

আরও পড়ুন: আচমকাই কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত রাজ্যপাল, কেন ?

এদিন দুপুরে জাতীয় শিক্ষানীতি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলির অধ্যক্ষদের নিয়ে একটি বৈঠক ডাকা হয় ৷ সেই বৈঠক চলাকালীন এদিন দ্বিতীয়বার ফের বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সূত্রের খবর, কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রধানদের পাশাপাশি পড়ুয়াদের সঙ্গেও কথা বলতে পারেন রাজ্যপাল ৷

Last Updated :Apr 10, 2023, 5:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.