ETV Bharat / state

Guv Appoints VC: প্রাক্তন বিচারপতির কাঁধেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বভার দিলেন রাজ্যপাল

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 3:35 PM IST

Updated : Sep 4, 2023, 3:44 PM IST

Guv Appoints VC
রাজ্যপাল সিভি আনন্দ বোস

Guv Appoints Presidency University VC: প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়ের কাঁধেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বভার দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

কলকাতা, 4 সেপ্টেম্বর: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । ইতিমধ্যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভিসি শুভ্রকমল মুখোপাধ্যায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় দায়িত্বভার গ্রহণ করেছেন । রবিবার রাতে রাজ্যপাল সিভি আনন্দ বোস যে 16টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন, সেই তালিকায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ও আছে । আর অন্তরবর্তী উপাচার্য হিসেবে শুভ্রকমল মুখোপাধ্যায়কে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল ।

এর আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বভার গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি উপাচার্যের কাজ করছিলেন না বলে অভিযোগ ওঠে । তারই প্রেক্ষিতে শুভ্রকমল মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন যে, তিনি বাড়িতে বসেই বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম করছেন । বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেই সেখানে যাচ্ছেন না বলে দাবি করেন । শাসকদলের থেকেও চাপ আসছিল বলে তিনি অভিযোগ করেন । যদিও সে বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শাসকদলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে দেন ।

উল্লেখ্য, শুভ্রকমল মুখোপাধ্যায় ছিলেন কর্ণাটক হাইকোর্টের প্রাক্তন বিচারপতি । তাঁকে রাজ্যপাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করার পরই উঠেছিল প্রশ্ন । উপাচার্য নিরাপত্তার অভাববোধ করার অভিযোগ করেছিলেন । তিনি অভিযোগ করেন যে, তৃণমূলের কর্মী সমর্থকরা তাঁকে ইস্তফা দিতে জোর করছেন । তবে এই সব কিছুই হয়নি বলেই স্পষ্ট জানান শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু ।

আরও পড়ুন: রাজা কৃষ্ণচন্দ্রের সভার শ্রেষ্ঠ বিদূষক, শিক্ষাব্যবস্থাকে দেউলিয়া করছেন রাজ্যপাল: ব্রাত্য

এ দিকে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির উপাচার্য করা হয়েছে প্রফেসর কোঠারিকে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন গৌতম চন্দ্র, রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন তাপস চক্রবর্তী, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য করা হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ লাহিড়ীকে । অপরদিকে, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে দেবব্রত বসুকে, অ্যানিমাল অ্যান্ড ফিসারিজের উপাচার্য হিসেবে শ্যামসুন্দর দানাকে নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

যদিও রাজ্যপালের এ ভাবে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ না করে বিশ্ববিদ্যালয়ের রাজ্যপাল নিয়োগ এ দিন ফের সরব হয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তিনি বলেন, কোনও সংবিধান মানছেন না রাজ্যপাল ৷

Last Updated :Sep 4, 2023, 3:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.