ETV Bharat / state

করোনায় বিনামূল্যে টেলিমেডিসিন পরিষেবা চিকিৎসক সংগঠনের

author img

By

Published : Apr 20, 2021, 6:48 AM IST

government doctors started free telemedicine for covid patients
বিনামূল্যে টেলিমেডিসিন পরিষেবা চিকিৎসকদের

করোনা পরিস্থিতিতে রাজ্যের সরকারি চিকিৎসকদের অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস,ওয়েস্ট বেঙ্গল সংগঠনের তরফে করোনার টেলিমেডিসিন-এর পরিষেবা চালু করা হল সোমবার(19 এপ্রিল) । এর জন্য প্রাথমিক পর্যায়ে 20 জন চিকিৎসককে নিয়ে টেলিমেডিসিন টিম গঠন করা হয়েছে ।

কলকাতা, 20 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ সম্ভবত বড় বিপর্যয়ের দিকে এগোচ্ছে । এই পরিস্থিতিতে মনে হচ্ছে কেন্দ্র এবং রাজ্য, উভয় সরকার-ই "ঘুমোচ্ছে" । তাই, হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তদের জন্য বিনামূল্যে টেলিমেডিসিনের পরিষেবা চালু করা হল ৷ রাজ্যের সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের তরফে এমনই জানানো হয়েছে ।

সোমবার(19 এপ্রিল) অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস,ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক, চিকিৎসক মানস গুমটা এবং সভাপতি, চিকিৎসক অনুপ রায় এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, 2020-র শুরু থেকে করোনায় বহু মানুষের মৃত্যু হয়েছে । কাজ হারিয়েছেন কোটি কোটি মানুষ‌ । করোনার প্রভাবে ব্যাপকভাবে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন দেশের মানুষ । এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে ।

তাঁরা বলছেন,"মনে হচ্ছে, কেন্দ্র এবং রাজ্য, উভয় সরকার-ই ঘুমোচ্ছে । এক বছর পেরিয়ে গেলেও করোনা পরীক্ষা এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতি করতে পারেনি ৷ প্রয়োজন অনুযায়ী এই পরিষেবা বাড়ানো হয়নি । করোনার এই দ্বিতীয় ঢেউ সম্ভবত বড় বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে ।"

এই পরিস্থিতিতে রাজ্যের সরকারি চিকিৎসকদের এই সংগঠনের তরফে করোনার টেলিমেডিসিনের পরিষেবা চালু করা হল । এর জন্য প্রাথমিক পর্যায়ে এই সংগঠনের সদস্য 20 জন চিকিৎসককে নিয়ে টেলিমেডিসিন টিম গঠন করা হয়েছে । চিকিৎসক মানস গুমটা বলেন,"সোমবার থেকেই আমাদের এই টেলিমেডিসিন-এর পরিষেবা চালু হয়ে গিয়েছে । করোনায় আক্রান্ত যে সব মানুষ হোম আইসোলেশনে রয়েছেন তাঁদের বিনামূল্যে আমাদের এই পরিষেবা দেওয়া হবে । 24 ঘণ্টা চালু থাকবে এই পরিষেবা ।"

government doctors started free telemedicine for covid patients
করোনায় বিনামূল্যে টেলিমেডিসিন পরিষেবা চিকিৎসকদের

আরও পড়ুন : করোনা ঢেউয়ে ব্রিটেনের 'রেড লিস্ট'-এ ঢুকল ভারত

তিনি বলেন,"19 এপ্রিল আমাদের টেলিমেডিসিন পরিষেবা চালুর প্রথম দিন 30 জন করোনা আক্রান্তকে টেলিমেডিসিনে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা । আগামীদিনে আমাদের টেলিমেডিসিন টিমের চিকিৎসকদের সংখ্যা বাড়ানো হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.