ETV Bharat / state

ঘরে ঘরে গিয়ে রাম মন্দির দর্শনের আমন্ত্রণ কর্মসূচি বঙ্গ বিজেপির

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 6:46 PM IST

Ghor ghor jatra by bengal bjp for Ram mandir: বিজেপির সাংগঠনিক বৈঠক হয়েছে ৷ সেখানেই এই 'ঘর ঘর যাত্রা' কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বঙ্গ বিজেপির তরফে । অর্থাৎ বিজেপি'র কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে অযোধ্যায় নবনির্মিত রামমন্দির দর্শন করতে যাওয়ার আমন্ত্রণ জানানো হবে । শহর থেকে জেলা সর্বত্রই চলবে এই কর্মসূচি ।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 29 ডিসেম্বর: অন্যান্য সনাতন সংগঠনের সঙ্গে ঘরে ঘরে গিয়ে রাম মন্দির দর্শনের আমন্ত্রণ কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি ৷ আগামী বছর 22 জানুয়ারি অযোধ্যায় রামলালা মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শুক্রবার অযোধ্যায় গিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ আগামিকাল, শনিবার অযোধ্যায় প্রধানমন্ত্রীর রোড শো কর্মসূচি আছে । আর ইতিমধ্যে বঙ্গ বিজেপিও নেমে পড়েছে রাজ্যে সেই প্রচারে । এই নিয়ে 'ঘর ঘর যাত্রা' প্রচারে নামতে চলেছে বঙ্গ বিজেপি । আগামী 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত চলবে এই 'ঘর ঘর যাত্রা' কর্মসূচি ।

সম্প্রতি আইসিসিআর-এ যে সাংগঠনিক বৈঠক হয়েছে, সেখানেই এই 'ঘর ঘর যাত্রা' কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বঙ্গ বিজেপির তরফে । অর্থাৎ বিজেপি'র কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে অযোধ্যায় নবনির্মিত রামমন্দির দর্শন করতে যাওয়ার আমন্ত্রণ জানানো হবে । শহর থেকে জেলা সর্বত্রই চলবে এই কর্মসূচি । জেলাগুলিতেও কর্মী-সমর্থকদের বাড়ি যাবে স্থানীয় বিজেপি নেতৃত্ব । সবক'টি জেলায় সভা করার পরিকল্পনাও নেওয়া হয়েছে । শুধু বিজেপি কর্মী-সমর্থকই নন, রাজ্যবাসীকেও অযোধ্যায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে ।

তাই এবার বিশ্ব হিন্দু পরিষদের পাশাপাশি রাম মন্দির দর্শন করতে যাওয়ার আহ্বান জানিয়ে কর্মসূচির ঘোষণা করল বঙ্গ বিজেপি নেতৃত্ব । আরএসএস-এর পক্ষ থেকেও এই একই কর্মসূচি গ্রহণ করা হয়েছে । জানা গিয়েছে যে, ইতিমধ্যেই অযোধ্যা থেকে হলুদ ও ঘি মাখানো 'অক্ষত' চাল এসে পৌঁছেছে রাজ্যে । তবে ইতিমধ্যেই বিরোধী মহলে এই রাম মন্দির এবং রাম মন্দিরের মেগা উদ্বোধন কর্মসূচি নিয়ে নানা কথা চলছে । ইতিমধ্যেই বৃহস্পতিবার ধর্মতলায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মহাসমাবেশ মঞ্চ থেকে তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা সারা ভারত মতুয়া মহাসংঘের সভানেত্রী মমতা বালা ঠাকুর জানান যে, ঠাকুরনগরের ঠাকুর বাড়ির জল ও মাটি অযোধ্যায় পাঠিয়েছিলেন শান্তনু ঠাকুর । কিন্তু সেই জল ও মাটি ফেলে দেওয়া হয় । এই কারণে মতুয়ারা রাম মন্দির দর্শনে কোনওদিন যাবে না ।

বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, "ঈশ্বরের আশীর্বাদ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ করছেন বিজেপির স্বেচ্ছাসেবকরা । এটা পুরোপুরি আস্থা এবং বিশ্বাসের বিষয় । এখানে বিজেপি ছাড়াও অন্যান্য হিন্দু সংগঠনগুলি ঘর ঘর যাত্রা করছেন । তবে কিছু মানুষ এটা নিয়ে অহেতুক রাজনীতি করতে চাইছেন, তাঁদের বলব আপনারা যাবেন না । আপনারা ওই চাল হাতে নেবেন না, তাহলে আপনাদের জাত চলে যাবে । তাই আপনারা হিন্দু হয়েও হিন্দুত্বের বিরোধিতা করবেন । রামমন্দির উদ্বোধনে যেতে ভয় পাবেন । এটা কোনও ভোটার রাজনীতি নয় ।"

তিনি আরও বলেন, "মমতা বালা ঠাকুর মিথ্যে কথা বলেছেন । আসলে উনি এখন কলকে পাচ্ছেন না তাই উনি এই ধরনের অপপ্রচার করে কিছুটা জায়গা পাওয়ার চেষ্টা করছেন ।"

আরও পড়ুন

রামলালার অভিষেকে যোগদান নিয়ে সিদ্ধান্ত নেননি সোনিয়া, দাবি কংগ্রেস সূত্রের

মন্দিরে প্রতিষ্ঠার জন্য রামলালার মূর্তি বাছাইয়ে আজ অযোধ্যায় ভোটগ্রহণ

শনিতে মালদা টাউন স্টেশন থেকে যাত্রা শুরু দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেসের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.