Shyamal Ghosh Dies: প্রয়াত প্রাক্তন ফুটবলার শ্যামল ঘোষ, ময়দানে শোকের ছায়া

author img

By

Published : Jan 3, 2023, 9:47 PM IST

Updated : Jan 3, 2023, 10:44 PM IST

ETV Bharat

72 বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার শ্যামল ঘোষ (Shyamal Ghosh Dies) ৷ তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে কলকাতা ময়দানে ৷ ইস্টবেঙ্গলের হয়ে খেলার পাশাপাশি তিনি এই দলে 2 বার কোচিংও করিয়েছেন ৷

কলকাতা, 3 জানুয়ারি: নতুন বছরের শুরুতে ভারতীয় ফুটবলে শোক সংবাদ (Shyamal Ghosh passes away) ৷ প্রয়াত প্রাক্তন ফুটবলার শ্যামল ঘোষ । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 72 বছর । তাঁর মৃত্যুতে ময়দানে শোকের ছায়া ৷ লাল হলুদ জার্সিতে সাতের দশকে দাপিয়ে খেলেছেন এই ডিফেন্ডার । দু'ধাপে ইস্টবেঙ্গলে দু'বার কোচিংও করিয়েছেন তিনি । রাজস্থান ক্লাবে কোচিং করিয়েছেন বছর তিনেক ।

ইস্টবেঙ্গলের সোনার সত্তর দশকের শেষভাগে সে দলের অসাধারণ ডিফেন্ডার ছিলেন শ্যামল ঘোষ । জানা গিয়েছে, দশদিন আগে পেসমেকার বসেছিল । কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় ফের তিনি অস্বস্তি বোধ করায় তাঁকে ভরতি করা হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি (former Footballer Shyamal ghosh dies)।

শ্যামল ঘোষ রেখে গেলেন তাঁর স্ত্রী ও পুত্রকে ৷ তাঁর অকস্মাৎ মৃত্যুর খবরে সকলেই শোকস্তব্ধ । খোকন বসু মল্লিকের হাতে তাঁর ফুটবল শিক্ষা । খিদিরপুরের হয়ে ময়দানে প্রথম পা রাখেন শ্যামল ঘোষ । তার আগে জুনিয়র বেঙ্গল দলের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি । খিদিরপুরে নজরকাড়া ফুটবল তাঁকে মোহনবাগানে নিয়ে আসে । সেখানে দুই মরসুম খেলে শ্যামল ঘোষ 1974 সালে চলে আসেন ইস্টবেঙ্গলে । ঐতিহাসিক পাঁচ গোলে জয়ের ম্যাচে লাল-হলুদ রক্ষণ সামলানোর দায়িত্বে ছিলেন তিনি ।

আরও পড়ুন: নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে সেঞ্চুরি অভিমন্যুর

1977 সালে ইস্টবেঙ্গলের অধিনায়কত্ব করেছেন । ভারতীয় দলের প্রতিনিধিত্ব করা ছাড়াও বাংলার পয়ে একাধিকবার সন্তোষ ট্রফি জয়ের সদস্য তিনি । তারকার ভিড়ে নয়, প্রয়োজনীয় মুহূর্তে জ্বলে ওঠার ক্ষমতা ছিল শ্যামল ঘোষের । মাঠ এবং মাঠের বাইরে প্রয়াত সুরজিৎ সেনগুপ্তর অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন তিনি । ফুটবল খেলার পাশাপাশি দারুণ আকার হাতও ছিল তাঁর । সুভদ্র এবং সুদর্শন ডিফেন্ডার শ্যামল ঘোষ দেশীয় ফুটবলের সমস্ত ট্রফি জিতেছিলেন । কোচিং করিয়েছেন ইস্টবেঙ্গলকে । তার হাতেই বাইচুং ভুটিয়ার বাইচুং হয়ে ওঠা । শ্যামল ঘোষের অকস্মাৎ মৃত্যুতে শোকস্তব্ধ ময়দান । ইস্টবেঙ্গল শোকপ্রকাশ করেছে । শোকপ্রকাশ করেছে আইএফএ এবং মোহনবাগানও । প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য খবরটি শুনে বাকরুদ্ধ । বলেন,“ভালো বন্ধুকে হারালাম । ভালো মানুষ, ভালো ফুটবলার, সবকিছুই যেন বড় বেশি করে ওর মধ্যে ছিল । কথা বলতে ভালো লাগছে না ৷” আরেক প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায়ও শোকস্তব্ধ । তিনি বলেন, “কী বলার আছে । বয়সে বড় হলেও বন্ধুর মত মিশতেন । ওদের খেলা দেখেই তো খেলা শেখা । বাবু মানি চলে গেল, চিন্ময় দা সুরজিৎ দা, সুভাষ দার পর এবার শ্যামল দা চলে গেল । বলার ভাষা নেই ৷”

Last Updated :Jan 3, 2023, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.