ETV Bharat / sports

Ranji Trophy 2022-23: নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে সেঞ্চুরি অভিমন্যুর

author img

By

Published : Jan 3, 2023, 7:58 PM IST

Abhimanyu Easwaran ETV BHARAT
Abhimanyu Easwaran

রঞ্জিতে (Ranji Trophy 2022-23) উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথমদিনে 3 উইকেট হারিয়ে 269 রান করল বাংলা ৷ ক্রিজে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran Gets Century at His Named Stadium Against Uttarakhand) ৷

কলকাতা, 3 জানুয়ারি: উত্তরাখণ্ডের বিরুদ্ধে রঞ্জির (Ranji Trophy 2022-23) প্রথম দিনে চালকের আসনে বাংলা ৷ নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে প্রথমবার খেলতে নেমে সেঞ্চুরি করলেন অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran Gets Century at His Named Stadium Against Uttarakhand) ৷ তাঁর অপরাজিত 141 এবং সুদীপ ঘরামির 90 রানের সুবাদে বাংলা দিনের শেষে তিন উইকেটে 269 রান করেছে ৷ প্রসঙ্গত, এর আগে নাগাল্যান্ডের বিরুদ্ধেও সেঞ্চুরি করেছিলেন ঈশ্বরণ ৷ এর আগে ‘ভারতীয় এ’ দলের অধিনায়ক হিসেবে ‘বাংলাদেশ এ’-র বিরুদ্ধে আনঅফিসিয়াল টেস্টে দারুণ ফর্মে ছিলেন তিনি ৷ যার সুবাদে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দলেও ডাক পান ৷

ম্যাচের পর অভিমন্যু বলেন, "টানা দু'টি ম্যাচে সেঞ্চুরি করা দারুণ অনুভূতি ৷ এই ফর্মটাই ধরে রাখতে চাই ৷ ম্যাচে আমরা ভালো জায়গায় রয়েছি ৷ আমাদের প্রথম লক্ষ্য প্রথম ইনিংসে প্রচুর রান করা ৷ এই সেঞ্চুরিটা আমি জ্যোতি মামাকে উৎস্বর্গ করতে চাই ৷ যিনি বেঁচে থাকলে নিশ্চিয় এই ম্যাচ দেখতে আসছেন ৷ কিন্তু হঠাৎ করেই গতকাল তাঁর মৃত্যু হয় ৷"

দেরাদুনে নিজের নামাঙ্কিত মাঠে প্রথমবার খেলতে নেমে বিরল কৃতিত্বের নজির গড়েছেন অভিমন্যু ৷ সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে প্রথমদিনে অপরাজিত সেঞ্চুরিও করেন তিনি ৷ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 141 রানে ৷ সুদীপ ঘরামির 90 রান করেন ৷ বাংলা দিনের শেষে 3 উইকেটে 269 রান ৷ এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় উত্তরাখণ্ড ৷ এই ম্যাচে বাংলা দল তাদের প্রথম একাদশে দুটো পরিবর্তন করেছে ৷ ওপেনার কৌশিক ঘোষ এবং অফস্পিনার করণ লালের জায়গায় দলে এসেছেন সায়নশেখর মণ্ডল এবং বাঁ-হাতি পেসার গীত পুরি ৷

বাংলার ইনিংসে ওপেন করেন অভিমন্যু এবং সায়নশেখর মণ্ডল। ব্যক্তিগত 18 রানে মায়াঙ্ক মিশ্রর বলে বোল্ড হয়ে যান সায়নশেখর ৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে সুদীপ ঘরামি, অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে জুটি বেঁধে ইনিংসের ভিত গড়েন ৷ দু’জনে মিলে 170 রান যোগ করে বাংলার ইনিংসের ভিত শক্ত করেন ৷ ব্যক্তিগত 90 রানে মায়াঙ্ক মিশ্রর বলে জীবনজ্যোতি সিংয়ের হাতে ক্যাচ আউট হন সুদীপ ঘরামি ৷ নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি ৷

আরও পড়ুন: চোটমুক্ত বুমরা ! শ্রীলঙ্কা সিরিজে প্রত্যাবর্তন দলের বোলিং অস্ত্রের

তাঁর 180 বলে 90 রানের ইনিংস সাজানো ছিল 11 চার এবং একটি বিশাল ছয় ৷ বড় রান করতে ব্যর্থ হয়েছেন অনুষ্টুপ মজুমদার ৷ ব্যক্তিগত 3 রানে আউট হন তিনি ৷ তবে, বাংলার প্রথম দিনের ইনিংসের প্রধান আকর্ষণ ছিলেন অভিমন্যু ঈশ্বরণের অপরাজিত 141 রান ৷ 238 বলে 12টি বাউন্ডারি এবং 1টি ছয়ে সাজানো তাঁর ইনিংস ৷ দ্বিতীয় দিনে আর বড় রানের লক্ষ্য নিয়ে মাঠে নামতে চান অভিমন্যু ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.