ETV Bharat / state

Body Recovered in Baguiati: বাগুইআটিতে সিমেন্টের ড্রাম থেকে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় নমুনা সংগ্রহে ফরেনসিক দল

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 10:47 PM IST

মহিলার দেহ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থলে ফরেনসিক দল
Body Recovered in Baguiati

Baguiati Murder Case: বাগুইআটি জগৎপুরে বহুতল বাড়ির তিনতলার ঘর থেকে ড্রামে জমানো সিমেন্ট থেকে এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে আজ, বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করতে ফরেনসিক দল পৌঁছয় ৷ তাদের বক্তব্য, এই মুহূর্তে তদন্ত প্রাথমিক পর্যায়ে তাই পরিষ্কার করে কিছু বলা সম্ভব হচ্ছে না ৷

মহিলার দেহ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থলে ফরেনসিক দল

বাগুইআটি, 16 নভেম্বর: জগৎপুর বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে মঙ্গলবার অজ্ঞাত পরিচয় এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। বাথরুমের মধ্যে একটি ড্রামের মধ্যে রাখা ছিল দেহটি। ড্রামের মধ্যে মৃতদেহ রেখে তার মধ্যে গলা সিমেন্ট ঢেলে ড্রামের মুখ সিমেন্ট দিয়ে আটকানো ছিল বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করতে বৃহস্পতিবার ফরেনসিক টিম পৌঁছয় ৷ ফরেনসিকের সঙ্গে ছিল বাগুইআটি থানার পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিক এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশও।

বাগুইআটির জগৎপুরের ওই বহুতল বাড়ির তিনতলার ঘরে এদিন ফরেনসিক সায়েন্স অ্যান্ড ল্যাবরেটরির দুই সদস্যের তদন্তকারী অফিসাররা যান ৷ বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল ফিজিক্যাল এভিডেন্স কালেক্ট করা হয়েছে বলে খবর ৷ সেই নমুনাগুলো পরীক্ষা করার পর বলা যাবে আসলে কী ঘটেছিল ওই ঘরে। এই মুহূর্তে তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে তদন্ত, তাই পরিষ্কার করে কিছু বলা সম্ভব হচ্ছে না বলে জানান ফরেনসিক দলের এক প্রতিনিধি ৷ ঘটনার পর থেকে কেউ নিখোঁজ আছে কি না, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

তবে পুলিশের দাবি, খুন করে দেহ লোপাটের জন্য এই কাজ করা হয়েছে। বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হবে। কারা এই বাড়ি ভাড়া নিয়েছিলেন। কাদের আসা-যাওয়া ছিল। কতদিন আগে থেকে ঘর বন্ধ ছিল। ঘরটির চাবি আর কারও কাছে ছিল কি না, তা জানার চেষ্টা চলছে ৷ তবে তদন্তকারী পুলিশ আধিকারিকদের মনে একাধিক প্রশ্ন দানা বেঁধেছে। এই মহিলার খুনি কে? কেনই বা তাঁকে খুন করা হয়েছে? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারী পুলিশকর্মীরা। এমনকী মৃত মহিলার পরিচয় জানানোর চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে খুন, ষড়যন্ত্র-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন:

  1. বাগুইআটিতে বন্ধ ঘরে ড্রামে জমানো সিমেন্ট কাটতেই উদ্ধার মহিলার দেহ
  2. ঘুমের ব্যাঘাত ঘটায় বৃদ্ধাকে মারধর করে খুন আয়ার ! সিসিটিভি ফুটেজে সামনে এল তথ্য
  3. বাগুইআটি জোড়া খুন! সিআইডির হাতে দিল্লি থেকে গ্রেফতার আরেক অভিযুক্ত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.