ETV Bharat / state

Firhad Hakim: ডেঙ্গি ঠেকাতে রেলকে চিঠি কলকাতার মেয়র ফিরহাদের

author img

By

Published : Jul 4, 2023, 8:55 PM IST

টালিগঞ্জ রেল ওভারব্রিজের দুই দিকের এলাকা জুড়ে জমে থাকা আবর্জনা স্তূপে মিলেছে মশার লার্ভা । সেই আবর্জনা পরিষ্কারের আরজি জানিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম চিঠি দিলেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগমকে ৷

Etv Bharat
ডেঙ্গি প্রতিরোধে উদ্যোগ মেয়রের

কলকাতা, 4 জুলাই: কয়েকদিন আগেই ডেঙ্গি রোধে পুলিশকে চিঠি দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ এবার ডেঙ্গি রোধে রেলকে চিঠি দিলেন মেয়র ৷ টালিগঞ্জ রেল ওভার ব্রিজের দুই দিকের বিস্তীর্ণ এলাকাজুড়ে আবর্জনা স্তূপ জমে রয়েছে ৷ সেখান থেকে মিলেছে মশার লার্ভাও । নগরবাসীর স্বাস্থ্য রক্ষায় সেই আবর্জনা পরিষ্কারের আবেদন জানিয়ে মেয়র ফিরহাদ হাকিম চিঠি দিয়েছেন রেল কর্তাকে । শিয়ালদা ডিভিশনের ডিআরএম (রেল) দীপক নিগমকে এই চিঠি পাঠানো হয়েছে । সোমবার সেই চিঠির প্রাপ্তি স্বীকার করেছে রেল ।

টালিগঞ্জ রেল ওভার ব্রিজের দুই দিক যত্রতত্র ছড়িয়ে-ছটিয়ে আছে আবর্জনায় । পড়ে রয়েছে মাটির ভাঙা পাত্র, প্লাস্টিকের কৌটো ৷ তার মধ্যেই জমেছে জল ৷ সেই জলে মিলেছে মশার লার্ভা । বেশ কয়েকটি নিয়মিত অভিযানে এই বিষয়টি নজরে এসেছে কলকাতা কর্পোরেশনের ভেক্টর কন্ট্রোল কর্মীদের । তাঁরা বিষয়টি জানিয়েছে আধিকারিকদের । এর পরেই কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম শিয়ালদা ডিভিশনের রেল কর্তা দীপক নিগমকে সমস্ত ঘটনা উল্লেখ করে জায়গাটি পরিষ্কার করার আবেদন করেছেন ৷

বর্তমানে যা পরিস্থিতি তাতে রেল ব্রিজ সংলগ্ন চত্ত্বর তাতে মশার লার্ভা ভরে গিয়েছে । এরপর সেখান থেকে মশা জন্মালে এলাকায় মশা বাহিত রোগ ভয়ঙ্কর আকার নেবে বলে আশঙ্কা। রেলের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে । কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক এই প্রসঙ্গে বলেন, "আমাদের শহর জুড়ে ভেক্টর কর্মীরা মশার উৎস সন্ধান করে তা ধ্বংস করার কাজ করে । ওই এলাকায় আর্বজনা থাকায় সেখানে বৃষ্টির জল পরে ও গরমে মশার ডিম পাড়ার আদর্শ পরিবেশ তৈরি হয়েছে । তাই দ্রুত ওই জায়গার সাফাইয়ের কাজ করা হবে ।"

আরও পড়ুন: থানা চত্বরে বাজেয়াপ্ত গাড়ি, দ্রুত সরাতে কলকাতা পুলিশকে চিঠি ফিরহাদের

উল্লেখ্য, সম্প্রতি কলকাতার মেয়র কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন, থানাগুলির সামনে থেকে পরিত্যক্ত গাড়ি সরিয়ে সেই জায়গা পরিষ্কার করার জন্য । যাতে সেখানে জমা জলে মশা ডিম না পারতে পারে । বিশেষত থানা এলাকায় পরিত্যক্ত গাড়ি মশার লার্ভা জন্মানোর অন্যতম জায়গা । তাই সেইসমস্ত গাড়ি সরিয়ে ফেলার জন্য লালবাজারে চিঠি দিয়েছিলেন মেয়র ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.