ETV Bharat / state

Firhad Criticises Suvendu: ডিসেম্বর শেষ, বেলুন থেকে হাওয়া বেরিয়ে গিয়েছে, শুভেন্দুর ডেডলাইন নিয়ে কটাক্ষ ফিরহাদের

author img

By

Published : Dec 12, 2022, 9:49 PM IST

Updated : Dec 12, 2022, 10:06 PM IST

ডিসেম্বর ডেডলাইন প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে বিঁধলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim criticises Suvendu Adhikari) ৷

ETV Bharat
Firhad Hakim on suvendu adhikari

বেলুন থেকে হাওয়া বেরিয়ে গিয়েছে, শুভেন্দুর ডেডলাইন নিয়ে কটাক্ষ ফিরহাদের

কলকাতা, 12 ডিসেম্বর: সম্প্রতি রাজ্য-রাজনীতিতে বারবার আলোচিত হয়েছে 'ডিসেম্বর ডেডলাইন'-এর কথা ৷ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের মতো রাজ্য বিজেপি নেতৃত্বের মুখে বারবার শোনা গিয়েছে ডিসেম্বরের কথা ৷ যার মোদ্দা কথা হল চলতি মাসে বড় বিপদে পড়তে পারে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায় হুঙ্কারের সুরে জানিয়েছিলেন ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর থাকবে না । সম্প্রতি তাঁর মুখে শোনা গিয়েছিল ডিসেম্বরের 12,14 ও 21 এই তিনটি তারিখের কথাও ৷ এই প্রসঙ্গে এবার শুভেন্দুকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim criticises Suvendu Adhikari) ৷

সোমবার হাজরার সভা থেকে শুভেন্দু অধিকারী তাঁর দেওয়া ডিসেম্বর ডেডলাইন নিজেই বদলে দেন ৷ জানান, 13 জানুয়ারির মধ্যে বড় ইঁদুর ধরা পড়বে ৷ এদিন শুভেন্দু নিজেই স্পষ্ট করে জানিয়েছেন, তৃণমূল ভাঙিয়ে সরকার ফেলার কোনও ইচ্ছা বিজেপির নেই । রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে তিনি ওই তারিখগুলির কথা উল্লেখ করেছিলেন (Firhad Hakim criticises Suvendu Adhikari on december deadline issue) ৷

আরও পড়ুন: 12 ডিসেম্বরটা 13 জানুয়ারি হতে পারে, কিন্তু 14 ফেব্রুয়ারি হবে না, চরম হুঁশিয়ারি শুভেন্দুর

এই প্রসঙ্গে শুভেন্দুকে তীব্র কটাক্ষে বিদ্ধ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ এদিন তিনি বলেন,"ডিসেম্বর শেষে বেলুন থেকে হাওয়া বেরিয়ে গিয়েছে । তাই এখন জানুয়ারি বলছে । আমরা ছিলাম, আছি, থাকব ৷ মানুষের সমর্থন নিয়ে।" এদিন হাজরার সভা থেকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন গত পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গের তিন জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলো নিভিয়ে পঞ্চায়েত দখল করা হয়েছিল ৷ এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "নিজের পাপ অন্যের ঘরে চাপাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক পদ্ধতিতেই বিশ্বাসী । কোনওদিনই অগণতান্ত্রিক পথ অবলম্বন করবেন না ।"

Last Updated : Dec 12, 2022, 10:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.