ETV Bharat / state

Firhad Hakim: এই পুলিশ গুলি চালায় না, বামফ্রন্টের পুলিশ আমাদের উপর গুলি চালিয়েছিল; মন্তব্য ফিরহাদের

author img

By

Published : Nov 23, 2022, 8:54 PM IST

Updated : Nov 23, 2022, 9:42 PM IST

Firhad Hakim
ডিএ নিয়ে বিধানসভা অভিযান প্রসঙ্গে মন্তব্য মন্ত্রী ফিরহাদের

এই পুলিশ গুলি চালায় না, বামফ্রন্টের পুলিশ আমাদের উপর গুলি চালিয়েছিল ৷ যাতে 13টি প্রাণ গিয়েছিল । আন্দোলন করুন কিন্তু বিশৃঙ্খলা কেন ? ব্যারিকেড ভাঙবেন, আর পুলিশ বাধা দেবে না ? বামেদের ডিএ নিয়ে বিধানসভা অভিযান প্রসঙ্গে মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ৷

কলকাতা, 23 নভেম্বর: "এই পুলিশ গুলি চালায় না, বামফ্রন্টের পুলিশ আমাদের উপর গুলি চালিয়েছিল ৷ এর ফলে 13টি প্রাণ গিয়েছিল । আন্দোলন করুন কিন্তু বিশৃঙ্খলা কেন ? ব্যারিকেড ভাঙবেন, পুলিশকে মারবেন, আর পুলিশ বাধা দেবে না ?" আজ বামেদের ডিএ (Dearness Allowance) নিয়ে বিধানসভা অভিযান প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷

বকেয়া মহার্ঘ্য ভাতা অর্থাৎ ডিএ (Dearness Allowance)-র দাবিতে এদিন সিপিএম প্রভাবিত রাজ্য কো-অর্ডিনেশন কমিটির বিধানসভা অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ধর্মতলায় রানি রাসমণি রোড । আন্দোলকারী সরকারি কর্মীদের লক্ষ্য় করে পুলিশকর্মীদের ঘুষি মারার অভিযোগ ওঠে । এই প্রসঙ্গেই এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "এই পুলিশ গুলি চালায় না, বামফ্রন্টের পুলিশ আমদের উপর গুলি চালিয়েছিল ।" পাশাপশি তিনি বলেন, "আন্দোলন করুন কিন্তু বিশৃঙ্খলা নয় ।"

এদিন দুপুর থেকেই কো অর্ডিনেশন কমিটির ডাকে বিধানসভা অভিযান ঘিরে সরকারি কর্মচারীদের জমায়ের হতে শুরু করে ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশে । সেখান থেকেই ত্রিস্তর নিরাপত্তা বলয় ভেঙে বিধানসভা মুখো হয় মিছিল । বামেদের মিছিল ঠেকাতে ছিল বিরাট পুলিশ বাহিনী । দীর্ঘ সময় ধরে চলে ধস্তাধস্তি । কর্মীদের টেনে হিচড়ে তোলা হয় পুলিশ ভ্যানে । সেখানেই আন্দোলনকারী কর্মীদের উপর ওঠে পুলিশের মারধরের অভিযোগ ।

এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "ইউপি পুলিশের মত নয় । আমদের এখানে গণতন্ত্র আছে । আন্দোলন করুণ । বিশৃঙ্খলা করবেন না । পুলিশের দিকে ধেয়ে গেলে পুলিশ আটকাবে, একটু ধাক্কা ধাক্কি হয়েছে । ঘুষি মারেনি কেউ ।"

আরও পড়ুন: ডিএ-র দাবিতে আন্দোলনকারীরা কীভাবে পৌঁছলেন বিধানসভার গেটে, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা

ওরা বিধানসভার কাছাকাছি চলে গিয়েছিল । পুলিশ নিরাপত্তার সঙ্গে ব্যবস্থা নিয়েছে । আমরাও মহাকরণের দিকে যাচ্ছিলাম ৷ সেদিন তখন পুলিশ বাধা দেয়নি গুলি চালিয়েছিল । 13 জনের মৃত্যু হয়েছিল । 50 জন আহত হয়েছিলেন । মাদ্রাসা চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান করেন । সেই প্রসঙ্গে ফিরহাদ সাংবাদিকদের বলেন, "এইভাবে কারও বাড়িতে আন্দোলন সমর্থন করি না । আমরা জনপ্রতিনিধি । অফিসে এসে আন্দোলন করতে পারি কিন্তু পরিবারের লোকজনকে কেন অসুবিধায় ফেলা?"

ডিএ নিয়ে বিধানসভা অভিযান প্রসঙ্গে মন্তব্য মন্ত্রী ফিরহাদের

বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, "যদি শুভেন্দুর বাড়ির সামনে আন্দোলন করতে পারবে না বলে বিচারপতি মানা করতে পারেন তাহলে এসব ক্ষেত্রে হবে না কেন? বিচার সকলের জন্য সমান ।"

Last Updated :Nov 23, 2022, 9:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.