ETV Bharat / state

Firhad Hakim on Extra Bus Fare : অতিরিক্ত বাস ভাড়া নিলে পুলিশে অভিযোগের পরামর্শ ফিরহাদের

author img

By

Published : Mar 12, 2022, 7:55 PM IST

Firhad Hakim on Extra Bus Fare
Firhad Hakim on Extra Bus Fare

বেশি বাস ভাড়া নেওয়াকে তোলাবাজি বললেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ৷ অতিরিক্ত ভাড়া নিলে পুলিশে অভিযোগের পরামর্শ দিলেন (Firhad Hakim Advices to Lodge Complaint in Police For Extra Bus Fare) ৷ বাস ভাড়া বাড়ানোর পক্ষে নয় রাজ্য সরকার । বিকল্প জ্বালানি কথা জানান তিনি ৷

কলকাতা, 12 মার্চ : পরিবহণ দফতরের নির্ধারিত ভাড়ার থেকে বেশি বাস ভাড়া নেওয়াকে তোলাবাজি বললেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim Advices to Lodge Complaint in Police For Extra Bus Fare) । কেউ যদি অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য হন তাহলে তাঁকে পুলিশেই অভিযোগ জানাতে বললেন তিনি । সেই অভিযোগের ভিত্তিতেই পরিবহণ দফতর সংশ্লিষ্ট বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ।

এদিন টক টু মেয়র (Talk-to Mayor) অনুষ্ঠানে পৌর পরিষেবা সংক্রান্ত সমস্যার পাশাপাশি বেসরকারি বাসের অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ জানান জনৈক নাগরিক। সেই অভিযোগের জবাবে ফিরহাদ হাকিম বলেন, "যদি অতিরিক্ত ভাড়া চান কন্ডাক্টর, তাকে ভাড়া দিয়ে টিকিটটা নিন। তারপর যেখানে নামবেন ধারে কাছে থানা দেখে সংশ্লিষ্ট বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করুন । সেই অভিযোগের রিসিভ কপি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন । আমি পরিবহণ দফতরের আধিকারিকদের বলব, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ।"

আরও পড়ুন : Daspur Woman Murder Case : সোনার গয়নাই হল কাল, মহিলার গলাকেটে খুনে গ্রেফতার 3

প্রসঙ্গত, করোনাকালের প্রথম থেকেই লকডাউনের (Lockdown) পর লাগাতার বেসরকারি বাস অতিরিক্ত ভাড়া নিতে শুরু করে । পরবর্তী সময়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে যাওয়ার পর ভাড়া আরও বেলাগাম হয়ে ওঠে । তবে দীর্ঘদিন এমন পরিস্থিতি চললেও তাতে লাগাম টানতে পারেনি রাজ্যের পরিবহণ দফতর । বাস মালিক সংগঠনের সঙ্গে বেশ কয়েকরার বৈঠকে বসলেও সমস্যার সমাধান হয়নি ।

এদিন অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, "অতিরিক্ত বাস ভাড়া নেওয়া হল তোলাবাজি । এক্ষেত্রে পুলিশকে অভিযোগ জানাতে হবে । আমি পরিবহণমন্ত্রী কি হেলিকপ্টার নিয়ে গোটা কলকাতা ঘুরে বেড়াব , যে কোন বাস অতিরিক্ত ভাড়া নিচ্ছে যাত্রীদের থেকে, সেই বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেব ৷ তাই থানায় অভিযোগ জানালে তার ভিত্তিতেই পরিবহণ দফতর ব্যবস্থা নেবে ।"

আরও পড়ুন : Leopard at Purulia : এবার পুরুলিয়ার জঙ্গলে চিতাবাঘ ! ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল ছবি

পাশাপাশি তিনি এও জানান, লাগাতার যেভাবে জ্বালানি তেলের দাম বেড়ে চলেছে তাতে 2, 5 টাকা ভাড়া যদি বাড়িয়েও দেওয়া হয় তাতেও লাভের লাভ কিছুই হবে না । তাই বাস ভাড়া বাড়ানোর পক্ষে নয় রাজ্য সরকার । বিকল্প জ্বালানি কথাও তিনি জানান।

মন্ত্রী বলেন, "বর্তমান পরিস্থিতিতে ডিজেলচালিত বাসকে যদি সিএনজিতে পরিবর্তন করা হয়, তাহলে সরকারের তরফে একাধিক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে । এমনকি কর ছাড় দেওয়া হচ্ছে ।"

আরও পড়ুন : Clash in Mohanbagan Election : ক্লাব নির্বাচনের মনোনয়নকে ঘিরে মোহনবাগানে ধুন্ধুমার, আহত বেশ কয়েকজন

অন্যদিকে তিনি বলেন, ‘‘সরকারিভাবে ব্যাটারিচালিত 2000 বাসের বরাদ্দ থাকলেও লিথিয়াম ব্যাটারির না পাওয়ায় এখনও সব বাস পথে নামানো যাচ্ছে না । ব্যাটারি সমস্যা সমাধান হলেই দ্রুত পথে নামানো হবে ব্যাটারিচালিত বাস ।’’ তখন ভাড়া সংক্রান্ত সমস্যা অনেকটাই সুরাহা হবে বলে আশা করছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.