ETV Bharat / state

Firhad on Saraswati Puja Theme: নিয়োগ দুর্নীতি নিয়ে পুজোর থিমকে রাজনৈতিক গিমিক বললেন ফিরহাদ

author img

By

Published : Jan 24, 2023, 6:45 PM IST

কলকাতার কাঁকুরগাছিতে সরস্বতী পুজোয় (Saraswati Puja) নিয়োগ দুর্নীতি নিয়ে থিম হয়েছে ৷ বিজেপিকে প্রশংসা করলেও বিষয়টিকে রাজনৈতিক গিমিক বললেন ফিরহাদ হাকিম ৷

Firhad on Saraswati Puja Theme
Firhad on Saraswati Puja Theme

কলকাতা, 24 জানুয়ারি: রাজ্যে নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) এবার উঠে এল পুজোর থিমে । কলকাতার মানিকতলায় কাঁকুরগাছি এলাকায় সরস্বতী পুজোর একটি মণ্ডপে সেই থিম করা হয়েছে । এই পুজোর কর্তা ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) প্রয়াত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার । এই থিম নিয়ে ইতিমধ্যেই তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) বাকযুদ্ধ শুরু হয়েছে । তবে গোটা বিষয়টি সিপিএম (CPIM) ও কংগ্রেস (Congress) আমল দিতে নারাজ ।

এই থিম প্রসঙ্গে তৃণমূলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, ‘‘রাজনৈতিক গিমিক । বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে বলেন, কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে । কী প্রকাশ পেয়েছে ? আসলে ভাইয়ের মৃত্যুকে রাজনৈতিক লাভ তুলতে চাইছে দাদা ।’’ বিজেপি নেতা সজল ঘোষ এই থিমকে স্বাগত জানিয়ে শাসকদলের বিরুদ্ধে এক হাত নিয়েছেন । তিনি বলেন, ‘‘এটা নতুন কিছু নয় । বিভিন্ন পুজোয় থিম হয় । এবার নতুন হল মন্ত্রীদের চুরি, রাজ্যের চুরি থিমে উঠে আসছে ।’’

Saraswati Puja Theme
নিয়োগ দুর্নীতি সরস্বতী পুজোর থিম

তিনি আরও বলেন, ‘‘সরকারের লোকেরা বিদ্যা চুরি করেছে । ছেলে মেয়েদের ভবিষ্যত কেড়েছে । কীভাবে অযোগ্যতার টাকার বিনিময় চাকরি দেওয়া হচ্ছে, এটা মানুষের কাছে তুলে ধরা হচ্ছে । এটা পরবর্তী প্রজন্মকে কী শেখাবে, নিজেরাই কিছু জানে না । 70 বছরের বৃদ্ধ মন্ত্রীর ঘরে 30 বছরের বান্ধবী । তার ঘরে নোটের পাহাড় সেটা মা সরস্বতী দেখুক ৷ যে বিদ্যা বিনা রোজগারে করা যায়, তোমার কাছে পড়বে কেন ! তৃণমূল করলেই এর টাকা রোজগার করা যায় । সরস্বতী আশঙ্কা করছেন, আগামিদিনে তিনি পুজো পাবেন কি না ! খুব সুন্দর প্রচেষ্টা ।’’

Saraswati Puja Theme
নিয়োগ দুর্নীতি সরস্বতী পুজোর থিম

এই ঘটনায় অবশ্য কোনও আমল দিতে রাজি নয় সিপিএম । সিপিএম নেতা শমীক লাহিড়ী বলেন, ‘‘এই নিয়ে কোনও মন্তব্য করব না । বিজেপির পুজো ।’’ অন্য দিকে প্রদেশ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার বলেন, "তৃণমূল ও বিজেপি দেখনদারির রাজনীতি শুরু করেছে । পুজো নিয়ে এরকম না করলেই পারত । অবশ্যই প্রতিবাদ করুক । এরকম ভাবে চারদিক বাজার গরম করার মানে হয় না । হিন্দু ধর্মকে নিয়ে যে ছেলে খেলা চলছে, তার পরিণাম জোশীমঠ । কিন্তু, দোষীরা অবশ্যই শাস্তি পাক ।’’

Saraswati Puja Theme
নিয়োগ দুর্নীতি সরস্বতী পুজোর থিম

আরও পড়ুন: সরস্বতী পুজোর থিমে রাজ্যের 'শিক্ষা দুর্নীতি'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.