ETV Bharat / state

Firecrackers Ban: কালীপুজোয় শব্দবাজি নিষিদ্ধ করার দাবিতে মামলা দায়ের হাইকোর্টে

author img

By

Published : Oct 26, 2021, 7:37 PM IST

"firecrackers should be banned in kali puja", case filed at Calcutta High Court
কালী পুজোয় শব্দবাজি বন্ধ রাখার দাবিতে মামলা দায়ের হাইকোর্টে

গত বছরের মতোই এবছরও কালীপুজোয় (Kali Puja) শব্দবাজি নিষিদ্ধ (Firecrackers Ban) করার দাবি উঠল ৷ এই দাবিতে আজ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করা হয়েছে ৷

কলকাতা, 26 অক্টোবর: কালীপুজো (Kali Puja) ও দীপাবলিতে (Diwali) শব্দবাজি বন্ধ (Firecrackers Ban) রাখার দাবিতে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।

মামলাকারীর আইনজীবী ইন্দ্রজিৎ দে জানালেন, করোনা পরিস্থিতির অবনতির কথা মাথায় রেখে আসন্ন কালীপুজো ও দীপাবলিতে শব্দবাজি কেনাবেচা, ফাটানো বন্ধ রাখার দাবিতে মামলা দায়ের হয়েছে । শব্দবাজি বন্ধ রাখার দাবিতে গত বছর কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ একটি নির্দেশ দিয়েছিল । আবেদনকারীর আর্জি, সেই নির্দেশ চলতি বছরেও বলবৎ করার জন্য প্রশাসনকে নির্দেশ দিক আদালত ৷ আবেদনে বলা হয়েছে, যাঁরা অসুস্থ তাঁদের পক্ষে প্রাণঘাতীও হতে পারে শব্দবাজি । তাই গত বছরের মত এ বছরও প্রশাসন শব্দবাজি বন্ধ করার সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করুক ।

আরও পড়ুন: Alapan Bandyopadhyay : অবসরকালীন সুযোগ সুবিধার মামলা কলকাতায় রাখতে হাইকোর্টের দ্বারস্থ আলাপন

গত বছর করোনা পরিস্থিতিতে সমস্ত শব্দবাজি ও আতসবাজির ব্যবহার নিষিদ্ধ করেছিল কলকাতা হাইকোর্ট । বাজি বিক্রি করা যাবে না বলে সতর্ক করে এ বিষয়ে পুলিশকে কঠোর ভাবে নজর রাখতে বলা হয়েছিল । পাশাপাশি কালীপুজোর বিসর্জনে আলোকসজ্জাও বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । চলতি বছরেও এই নির্দেশ বলবৎ রাখার আর্জি জানানো হয়েছে আদালতে ৷

আরও পড়ুন: Uttarakhand Disaster: প্রকৃতি খামখেয়ালি, তাই সাবধানের মার নেই, সতর্কবার্তা এভারেস্ট জয়ী পুলিশ কর্তার

গত বছর দুর্গাপুজোয় কলকাতা হাইকোর্টের নির্দেশমতো প্রশাসন কড়া হাতে ভিড় নিয়ন্ত্রণ করেছিল ৷ কিন্তু চলতি বছরের দুর্গাপুজোয় দেখা গিয়েছে উল্টো ছবি ৷ মণ্ডপে মণ্ডপে নেমেছে মানুষের ঢল ৷ পুজো মিটতেই বাংলায় চড়েছে করোনা সংক্রমণের গ্রাফ ৷ তাই এবার কালীপুজোর সময় বাজি ফাটানোর ব্যাপারে পুলিশ ও প্রশাসন কঠোর না-হলে, পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে আদালতে ।

আরও পড়ুন: Mamata Banerjee: জিটিএ নির্বাচনের ইঙ্গিত, পাহাড়ে শীঘ্রই লাগু ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.