ETV Bharat / state

NRS Hospital Fire: এনআরএস হাসপাতালে আগুন-আতঙ্ক, সরানো হল রোগীদের

author img

By

Published : Jul 22, 2023, 12:01 PM IST

Updated : Jul 22, 2023, 12:17 PM IST

সকাল 8টা নাগাদ হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগের ওটি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। তারপরেই আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিভাগ।

NRS Hospital Fire
এনআরএস হাসপাতাল

কলকাতা, 22 জুলাই: কলকাতার অন্যতম সেরা সরকারি হাসপাতালে আগুন-আতঙ্ক। সকাল 8টা নাগাদ আগুন লাগে শিয়ালদার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাসপাতালের কার্ডিওলজি বিভাগে আগুন ছড়িয়ে পড়ে । হাসপাতালে থাকা রোগীর পরিবারের সদস্য এবং কর্মীরা আচমকাই কার্ডিওলজি বিভাগের ওটি থেকে ধোঁয়া বেরোতে দেখেন। তারপরই আতঙ্ক ছড়ায়।

প্রথমে হাসপাতালের অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে ধোঁয়া নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়। তারপর দমকলে খবর দেওয়া হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় 2টি ইঞ্জিন। পরে আসে আরও একটি ইঞ্জিন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু কোথা থেকে ওই ধোঁয়া বের হয়েছে তা স্পষ্ট নয়। সেই পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে। দমকল বিভাগ প্রাথমিকভাবে জানিয়েছে, এটি ইলেকট্রিক্যাল স্মোক ছিল। এদিকে, আগুন আতঙ্কের জেরে হাসপাতাল কর্তৃপক্ষ কিছুক্ষণের জন্য রোগীদের নিরাপদে সরিয়ে রাখে। অল্প কিছু সময়ের জন্য বন্ধ থাকে কার্ডিওলজি বিভাগ। তবে পরিস্থিতি ফের নিয়ন্ত্রণে আসায় আবার স্বাভাবিক হয়ে গিয়েছে পরিষেবা। রোগীদেরকেও ফের নিয়ে আসা হয়েছে নিজস্ব বিভাগে। এই আগুন আতঙ্কের জেরে হতাহতের কোনও খবর মেলেনি।

প্রসঙ্গত, কিছুদিন আগে এসএসকেএম হাসপাতালে আগুন লেগেছিল। তারপরে আগুন লেগেছিল কলকাতা মেডিক‌্যাল কলেজে। ঠিক ওই সময় বিল্ডিংয়ের তিনতলায় কিডনি সংক্রান্ত এক বড়ো অস্ত্রোপচার চলছিল। তাই টর্চের আলো জ্বালিয়ে ওই অস্ত্রোপচার করতে হয়েছিল চিকিৎসকদের। এরও কিছুদিন আগে আগুন লেগেছিল শিয়ালদার বিআরসিং হাসপাতালে। ঘটনার অভিঘাতে আপদকালীন বিভাগের বাইরে বেরিয়ে আসেন চিকিৎসক, নার্স এবং হাসপাতালের কর্মীরা।

খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। হাসপাতাল চত্বরে বসানো হয় হোসপাইপ। জানলার গ্রিলের মধ্যে দিয়ে পাইপ ঢোকানো হয় ভিতরে। তারপর পুরোদমে কাজে নেমে পড়েন দমকল বিভাগের কর্মীরা। হাসপাতালের কর্মীদের সকলকে বাইরে বের করে দেওয়া হয়। অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলে যেমন দমকলবাহিনী পৌঁছয় । তার পাশাপাশি এসে পৌঁছয় রেল পুলিশের একটি দলও ৷

আরও পড়ুন: শহিদ সমাবেশ থেকে ফেরার পথে খড়গপুরে বাস দুর্ঘটনায় মৃত 1, আহত অনেক

Last Updated : Jul 22, 2023, 12:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.