ETV Bharat / state

লকডাউনে সক্রিয় হচ্ছে ভেজাল মদের কারবারিরা, আশঙ্কায় আবগারি কর্তারা

author img

By

Published : Apr 6, 2020, 2:54 PM IST

Liquor Bottle
মদের বোতল

লকডাউন হওয়া সত্ত্বেও অনেক জায়গায় গোপনে বিক্রি হচ্ছে মদ । আবগারি কর্তাদের আশঙ্কা, এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে ভেজাল মদের কারবারিরা । তাই তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে আবগারি দপ্তর ।

কলকাতা, 6 এপ্রিল : লকডাউনের মাঝে বন্ধ সব মদের দোকান । তার জেরে ফাঁপড়ে পড়েছে মদ‍্যপরা । অনেকেই মদের সন্ধানে বেরিয়ে পড়ছে এদিক-ওদিক । আবার অনেকে সকাল-বিকেল ঢুঁ মারছে দোকানের সামনে । আর এর সুযোগ নিচ্ছে অসাধু কারবারিরা । অনেক জায়গায় গোপনে বিক্রি হচ্ছে মদ । সূত্রের খবর, 500 টাকার মদ বিক্রি হচ্ছে 2 হাজার টাকায় । আবগারি কর্তাদের আশঙ্কা, এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে ভেজাল মদের কারবারিরা । তাই তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে আবগারি দপ্তর । সক্রিয় রয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চও ।

24 মার্চ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ খবর পায় 28/H/4 চ্যানেল রোডে চলছে বেআইনি মদের কারবার । সেখানে অভিযান চালায় গোয়েন্দারা । হাতেনাতে গ্রেপ্তার করা হয় কিষাণ ঘোষ নামে বেআইনি মদের এক কারবারিকে । তার কাছে দেশি-বিদেশি মদ মিলিয়ে উদ্ধার হয় প্রায় 513 লিটার । 2 এপ্রিল 12/2 চৌভাগা রোডে তল্লাশি চালায় আবগারি দপ্তর এবং পুলিশ । সেখানে 28 বছরের করণ ফেলা নামে বেআইনি মদের এক কারবারিকে গ্রেপ্তার করা হয় । তার কাছে 20 লিটারের বেশি মদ উদ্ধার হয় ।

দুই কারবারির থেকে উদ্ধার হওয়া মদের নমুনা ইতিমধ্যে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য । আবগারি দপ্তরের কর্তাদের আশঙ্কা, ওই মদ ভেজাল । কলকাতা শহর ও শহরতলিতে তৈরি হয় ওই মদ । কলকাতার বেআইনি মদ কারবারে সরবরাহ হয় ওই ভেজাল মদ । মূলত বজবজ, মহেশতলা, তারাতলা, গার্ডেনরিচ, রাজারহাট, ট্যাংরা, তপসিয়া-সহ উত্তর শহরতলির বেশ কিছু জায়গায় তৈরি হয় ওই ভেজাল মদ ।

ফেব্রুয়ারি মাসে তারাতলা থানা এলাকার ব্রেসব্রিজের বস্তিতে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ । ওই বস্তির দুটি পৃথক জায়গায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বেশ কিছু নামী ব্র্যান্ডের মদের বোতল । পাশাপাশি উদ্ধার করা হয় বেশ কিছু লেবেল । এই অভিযানের তদন্ত রিপোর্ট থেকে জানা যায়, সস্তার কোনও দেশি মদের সঙ্গে রং ও জল মিশিয়ে তৈরি করা হচ্ছিল ওই নকল মদ । তারপর তা বাজারে ছাড়া হচ্ছিল ।

লকডাউনের জেরে মদের দোকানগুলো বন্ধ থাকায় ফের ব্যাপক সক্রিয় হয়ে উঠেছে ভেজাল মদের ওই চক্র । আপাতত এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং আবগারি কর্তারা ভেজাল মদের কারবারের উৎসের সন্ধান চালিয়ে যাচ্ছে । সক্রিয় করা হয়েছে সোর্স । কারণ, ভেজাল ওই মদ্য পান ভয়ঙ্কর হয়ে উঠতে পারে । এই প্রসঙ্গে আবগারি দপ্তরের এক কর্তা বলেন, "এটা সত্যিই আশঙ্কার । বিভিন্ন সূত্র মারফত এমন খবর পাওয়া যাচ্ছে । আমরা ওই কারবারিদের বিষয়ে খোঁজখবর নিচ্ছি । সক্রিয় রয়েছে আমাদের টিম ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.