ETV Bharat / state

চলছে প্রতিবাদ, আজও বাতিল রাজ্যের একাধিক ট্রেন

author img

By

Published : Dec 17, 2019, 3:14 PM IST

Updated : Dec 17, 2019, 7:36 PM IST

multiple trains canceled in WestBengal
আজও বাতিল রাজ্যের একাধিক ট্রেন

NRC, নাগরিকত্ব (সংশোধনী) আইনকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে কয়েকদিন ধরে চলছে বিক্ষোভ, আন্দোলন । তার জেরে আজও নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার ও পূর্ব রেলওয়ের বাতিল একাধিক ট্রেন । ট্রেন বাতিলের জেরে বিপাকে সাধারণ যাত্রীরা ৷

কলকাতা, 17 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইনকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে কয়েকদিন ধরে চলছে বিক্ষোভ, আন্দোলন । তার জেরে আজও উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার ও পূর্ব রেলওয়ের বাতিল একাধিক ট্রেন । উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ে ও পূর্ব রেলের নিউ ফরাক্কা আজিমগঞ্জ ও কৃষ্ণনগর লালগোলা শাখায় বিক্ষোভের জেরে আজ বাতিল বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন ।

যেসব আপ ট্রেন আজ ছাড়ার কথা ছিল সেগুলির বাতিল করা হয়েছে । একনজরে দেখেনিন সেই তালিকা :

  • 13141 ভূপেন হাজারিকা আপ শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস
  • 13145 আপ কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস
  • 13033 আপ হাওড়া কাটিহার এক্সপ্রেস
  • 15959 আপ হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস
  • 13421 নবদ্বীপ ধাম মালদা টাউন এক্সপ্রেস
  • 13465 হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস
  • 13063 আপ হাওড়া বালুরঘাট এক্সপ্রেস
  • 12363 কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস
  • 13169 আপ শিয়ালদা সহর্ষ এক্সপ্রেস
  • 12041 আপ হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস
  • 12345 আপ হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস
  • 13103 শিয়ালদা লালগোলা ভাগীরথী এক্সপ্রেস
  • 13113 কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস
  • 15711 হাওড়া কাটিহার উইকলি এক্সপ্রেস

যেসব ডাউন ট্রেনগুলি বাতিল করা হয়েছে এক নজরে সেই তালিকা । (এই ট্রেনগুলি শিয়ালদা, হাওড়া, কলকাতা, নবদ্বীপ ধামের পৌঁছানোর কথা ছিল)

  • 13142 ডাউন নিউ আলিপুরদুয়ার শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেস
  • 13146 ডাউন রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস
  • 13164 ডাউন শহর শিয়ালদা হাটে বাজারে এক্সপ্রেস
  • 13034 ডাউন কাটিহার হাওড়া এক্সপ্রেস
  • 15960 ডাউন ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস
  • 13422 ডাউন ডাউন মালদা টাউন নবদ্বীপ ধাম এক্সপ্রেস
  • 13466 ডাউন মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
  • 12346 ডাউন গুয়াহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস
  • 13148 ডাউন বামন হাট শিয়ালদা উত্তর বাংলা উত্তরবঙ্গ এক্সপ্রেস
  • 13150 ডাউন আলিপুরদুয়ার শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস
  • 12344 ডাউন নিউ জলপাইগুড়ি শিয়ালদা দার্জিলিং মেল
  • 12378 ডাউন নিউ আলিপুরদুয়ার শিয়ালদা পদাতিক এক্সপ্রেস
  • 15712 ডাউন কাটিহার হাওড়া উইকলি এক্সপ্রেস
  • 12042 ডাউন নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস
  • 13064 ডাউন বালুরঘাট হাওড়া এক্সপ্রেস
  • 13104 ডাউন লালগোলা শিয়ালদা ভাগীরথী এক্সপ্রেস
  • 13162 ডাউন বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস
  • 13176 ডাউন শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

এদিকে টানা বাতিলের জেরে বিপাকে সাধারণ যাত্রীরা । ট্রেন না পেয়ে তাঁদের কার্যত রাত কাটছে স্টেশনেই । কবে পরিস্থিতি স্বভাবিক হবে সেই দিকেই তাকিয়ে যাত্রীরা ৷

দেখুন ভিডিয়ো
Intro:নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ও পূর্ব রেলের নিউ ফারাক্কা আজিমগঞ্জ ও কৃষ্ণনগর লালগোলা সেকশনে বিক্ষোভের জেরে আজ এখনও পর্যন্ত যে ট্রেনগুলি বাতিল করা হল তার তালিকা:Body:যেসব আপ ট্রেন আজ ছাড়ার কথা ছিল সেগুলির বাতিল করা হলো। একনজরে তার তালিকা:

13141 ভূপেন হাজারিকা আপ শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস
13145 আপ কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস
13033 আপ হাওড়া কাটিহার এক্সপ্রেস
15959 আপ হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস
13421 নবদ্বীপ ধাম মালদা টাউন এক্সপ্রেস
13465 হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস
13063 আপ হাওড়া বালুরঘাট এক্সপ্রেস
12363 কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস
13169 আপ শিয়ালদা সহর্ষ এক্সপ্রেস
12041 আপ হাওড়া নিউ জলপাইগুড়ি শতাবদি এক্সপ্রেস
12345 আপ হাওড়া গোহাটি সরাইঘাট এক্সপ্রেস
13103 শিয়ালদা লালগোলা ভাগিরতি এক্সপ্রেস
13113 কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস
15711 হাওড়া কাটিহার উইকলি এক্সপ্রেস

যেসব ডাউন ট্রেন গুলি বাতিল করা হলো এক নজরে তার তালিকা। এই ট্রেনগুলি শিয়ালদা, হাওড়া, কলকাতা, নবদ্বীপধামের পৌঁছনোর কথা ছিল:

13142 ডাউন নিউ আলিপুরদুয়ার শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেস
13146 ডাউন রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস
13164 ডাউন শহর শিয়ালদা হাটে বাজারে এক্সপ্রেস
13034 ডাউন কাটিহার হাওড়া এক্সপ্রেস
15960 ডাউন ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস
13422 ডাউন ডাউন মালদা টাউন নবদ্বীপ ধাম এক্সপ্রেস
13466 আয়োম ডাউন মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
12346 ডাউন গৌহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস
13148 ডাউন বামন হাট শিয়ালদা উত্তর বাংলা উত্তরবঙ্গ এক্সপ্রেস
13150 ডাউন আলিপুরদুয়ার শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস
12344 ডাউন নিউ জলপাইগুড়ি শিয়ালদা দার্জিলিং মেল
12378 ডাউন নিউ আলিপুরদুয়ার শিয়ালদা পদাতিক এক্সপ্রেস
15712 ডাউন কাটিহার হাওড়া উইকলি এক্সপ্রেস
12042 ডাউন নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দি এক্সপ্রেস
13064 ডাউন বালুরঘাট হাওড়া এক্সপ্রেস
13104 ডাউন লালগোলা শিয়ালদা ভাগীরথী এক্সপ্রেস Conclusion:13162 ডাউন ডাউন বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস
13176 ডাউন শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
Last Updated :Dec 17, 2019, 7:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.