ETV Bharat / state

Emergency Landing: স্পাইসজেটের বিমানে যান্ত্রিক ত্রুটি, দমদমে জরুরি অবতরণ

author img

By

Published : Feb 27, 2023, 2:01 PM IST

Emergency Landing of a SpiceJet Flight at Dumdum Airport due to technical error
প্রতীকী ছবি

আবারও শিরোনামে স্পাইসজেট ৷ সোমবার ভোররাতে তাদের একটি বিমানের জরুরি অবতরণ করাতে হয় (Emergency Landing of a SpiceJet Flight) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই পদক্ষেপ করেন চালক ৷

কলকাতা, 27 ফেব্রুয়ারি: যান্ত্রিক ত্রুটির জেরে জরুরি অবতরণ (Emergency Landing of a SpiceJet Flight) ৷ আবারও বিপাকে পড়লেন স্পাইসজেটের একটি উড়ানের যাত্রীরা ৷ দমদম বিমানবন্দর থেকে উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই সমস্যা নজরে আসে চালকের ৷ সঙ্গে সঙ্গে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন তিনি ৷ চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় স্পাইসজেটের ওই বিমানটি ৷

দমদম বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত 1টা 9 মিনিটে (মধ্যরাতের পর) কলকাতা থেকে ব্যাঙ্ককের উদ্দেশে রওনা দেয় স্পাইসজেটের একটি বিমান ৷ এর কয়েক মিনিটের মধ্যেই চালক বুঝতে পারেন, বিমানের একটি ডানায় কোনও সমস্য়া রয়েছে ৷ সেটি ঠিক মতো কাজ করছে না ৷ এদিকে, বিমানে তখন যাত্রী রয়েছেন 178 জন ৷ সঙ্গে কেবিন ক্রুর সংখ্যা 6 ৷ পাইলট বুঝতে পারেন, ত্রুটিপূর্ণ বিমান ব্যাঙ্কক পর্যন্ত চালিয়ে নিয়ে গেলে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা ৷ তাই তিনি আর কোনও ঝুঁকি নেননি ৷

Emergency Landing of a SpiceJet Flight at Dumdum Airport due to technical error
চলছে মেরামতির কাজ

আরও পড়ুন: ইঞ্জিনের তেল লিক করেই স্পাইসজেটের বিমানে ধোঁয়া, জানাল ডিজিসিএ

এরপরই বিমানের চালক সরাসরি দমদমের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন ৷ বিমানের যান্ত্রিক গোলযোগের বিষয়টি এটিসিকে জানান তিনি ৷ একইসঙ্গে, দমদম বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণের অনুমতি চান ৷ এটিসিও সেই অনুমতি দিতে আর কালক্ষেপ করেনি ৷ অনুমতি মিলতেই বিমানের অভিমুখ ঘুরিয়ে দমদম বিমানবন্দরে ফেরেন চালক ৷ নিরাপদভাবে বিমানের জরুরি অবতরণ করানো হয় ৷ বিমানের সমস্ত যাত্রী ও কেবিন ক্রুর সব সদস্যই অক্ষত অবস্থায় দমদমে ফেরেন ৷

এই ঘটনার পর বিমানের 178 জন যাত্রীকে বিমানবন্দরের লাউঞ্জে নামিয়ে আনা হয় ৷ সূত্রের দাবি, সেখানেই রাতভর অপেক্ষা করেন তাঁরা ৷ সকাল হলে যাত্রীদের অন্য বিমানে ব্যাঙ্কক পাঠানো হয় ৷ এদিকে, বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট বিমানটির ডানার অংশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে ৷ বিমানটির জ্বালানি পরিবহণেও সমস্যা রয়েছে ৷ দমদম বিমানবন্দরেই বিমানটির মেরামতির কাজে হাত দিয়েছেন ইঞ্জিনিয়ররা ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, সেই কাজ এখনও চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.