ETV Bharat / state

ভার্চুয়াল মাধ্যমে বিদ্যাসাগরের 200 তম জন্মবার্ষিকী পালন

author img

By

Published : Sep 25, 2020, 4:53 PM IST

200th Birth Anniversary of Pandit Ishwar Chandra Vidyasagar
200th Birth Anniversary of Pandit Ishwar Chandra Vidyasagar

আজ শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামীকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে পণ্ডিত ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী পালন করা হবে । অনুষ্ঠান শুরু হবে দুপুর দেড়টা থেকে ।

কলকাতা, 25 সেপ্টেম্বর : আগামীকাল পণ্ডিত ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মবার্ষিকী । চলতি বছরে অন্যান্য বিশেষ দিনগুলির মতোই কোরোনা আবহে মঞ্চ বেঁধে, অনুষ্ঠানের মাধ্যমে বাংলার এই মণীষীর জন্মবার্ষিকী পালন করা সম্ভব হচ্ছে না । ফলে, ভার্চুয়াল মাধ্যমেই বিদ্যাসাগরের দ্বি-শত জন্মবার্ষিকী পালন করতে চলেছে রাজ্যের শিক্ষা দপ্তর ।

আজ শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামীকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে বিদ্যাসাগরের দ্বি-শত জন্মবার্ষিকী পালন করা হবে । গত বছর বিদ্যাসাগরের দ্বি-শত জন্মবার্ষিকী উৎসবের সূচনা হয়েছিল রাজ্যের শিক্ষা দপ্তরের উদ্যোগে । 24 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন । সাতদিনব্যাপী চলেছিল এই উৎসব ।

কিন্তু কোরোনা পরিস্থিতিতে বাঙালির নবজাগরণের অন্যতম পথিকৃতের দ্বি-শত জন্মবার্ষিকীর পূর্তি উৎসবে গত বছরের মতো ধুমধাম আর দেখা যাবে না । চলতি বছর ভার্চুয়াল মাধ্যমে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বি-শত জন্মবার্ষিকী পালন করার পরিকল্পনা নিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর । আগামীকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে ভার্চুয়ালি হবে এই অনুষ্ঠান । অনুষ্ঠান শুরু হবে দুপুর দেড়টা থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.