ETV Bharat / state

Partha-Arpita ED Investigation: পার্থ-অর্পিতার একাধিক 'ভুয়ো সংস্থার' হদিশ, কর্মীদের বয়ান নথিভুক্ত করতে চায় ইডি

author img

By

Published : Sep 1, 2022, 10:28 AM IST

Updated : Sep 1, 2022, 11:44 AM IST

ETV Bharat
ETV Bharat

শিক্ষা দুর্নীতি কাণ্ডে নয়া মোড় ৷ পার্থ ও অর্পিতার একাধিক ভুয়ো সংস্থার খোঁজ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Partha Arpita ED Investigation) ৷ সেই সব সংস্থায় কর্মরতদের বয়ান নথিভুক্ত করতে চায় ইডি ৷

কলকাতা, 1 সেপ্টেম্বর: আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় । ইডির দাবি, এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠের একাধিক ভুয়ো সংস্থার হদিশ পাওয়া গিয়েছে । এখনও পর্যন্ত প্রায় 200টি ভুয়ো সংস্থার হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । জানা গিয়েছে, এই সব কোম্পানিতে খুব অল্প বেতনে বেশ কিছু তরুণ-তরুণীকে রাখা হয়েছিল । তাঁদের মধ্যে বেশিরভাগই মফঃস্বল এলাকার বাসিন্দা এবং স্বল্পশিক্ষিত (ED to interrogate employees of fake companies of Partha Chatterjee) ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনুমান, এই সব তরুণ-তরুণীদের মাসে গড়ে 10-15 হাজার টাকা দেওয়া হত । ভুয়ো কোম্পানিগুলিতে ঠিক কী কাজ হয় এবং কোম্পানিগুলি কার, সে সম্পর্কে কোনও ধারণা নেই ওই কর্মীদের। এমতাবস্থায় শিক্ষা দুর্নীতি কাণ্ডের তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক ভুয়ো কোম্পানির কর্মীদের বয়ান নথিভুক্ত করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । কবে কোন ব্যক্তিকে কোন কোম্পানিতে এবং কী কাজে নিযুক্ত করা হয়েছিল, সে সব তথ্য চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।

23 জুলাই শিক্ষা দুর্নীতি কাণ্ডে রাজ্যের তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করে ইডি ৷ পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

আরও পড়ুন: জামিনের আবেদন খারিজ, আরও 14 দিনের জেল হেফাজতে অপা

বুধবার ভার্চুয়াল মাধ্যমে তাঁদের আদালতে পেশ করে ইডি ৷ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী এবং ইডির আইনজীবীর সওয়াল-জবাব শুনে নগর দায়রা আদালত অভিযুক্ত দু'জনকে ফের 14 দিনের জেল হেফাজতের (Partha-Arpita in Jail Custody) নির্দেশ দেয় ।

ভার্চুয়াল শুনানিতে হাজির হয়ে পার্থ বলেন, "ভার্চুয়াল মাধ্যমে শুনানি করে আমার মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে ৷" সশরীরে আদালতে হাজির হয়ে নিজের বক্তব্য জানাতে চান প্রাক্তন মন্ত্রী ৷ তবে রাজ্যের প্রাক্তন শিক্ষা ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তার কারণে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের অনুরোধে ভার্চুয়াল শুনানির অনুমতি দিয়েছিল নগর দায়রা আদালত ৷ আদালতের তরফে বলা হয়েছিল যে, সশরীরে আদালতে হাজিরা দেওয়ার দরকার নেই ৷ ভার্চুয়ালি হাজির হলেই হবে ৷ সেই মতো 31 অগস্ট, বুধবার মামলার ভার্চুয়াল শুনানিতে হাজির হন পার্থ ৷ 39 দিন ধরে হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় । তার মধ্যে 26 দিন ধরে পার্থ রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে । এদিন পার্থর মতোই অর্পিতা মুখোপাধ্যায়ও সশরীরে হাজিরা দেওয়ার আবেদন জানিয়েছেন ।

আরও পড়ুন: 'অপা' ছাড়াও নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত একাধিক নেতা, দাবি ইডির

Last Updated :Sep 1, 2022, 11:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.