ETV Bharat / state

Recruitment Scam Case: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়নের ব্যাংক লকারের হদিশ পেল ইডি

author img

By

Published : Mar 25, 2023, 11:15 AM IST

Updated : Mar 25, 2023, 11:27 AM IST

অয়ন শীলের ব্যাংক লকারের হদিশ পেলেন ইডির তদন্তকারীরা (Recruitment Scam Case) ৷ সেই লকারে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে বলে অনুমান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ৷

Recruitment Scam Case ETV BHARAT
Recruitment Scam Case

কলকাতা, 25 মার্চ: নিয়োগ দুর্নীতি-কাণ্ডে অয়ন শীলের ব্যাংক লকারের হদিশ পেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED has Traces Bank Locker of Ayan Sil ) আধিকারিকরা ৷ জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার সম্পত্তি ছাড়াও ব্যাংক লকারেও রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি ৷ এই ব্যাংক লকারে অয়নের স্ত্রী কাকলি শীল এবং তাঁর ছেলে অভিষেক শীলের নামে বিশাল পরিমাণ সম্পত্তি রয়েছে বলে দাবি ইডি তদন্তকারী আধিকারিকদের ৷

নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের পরিচিত অয়ন শীলকে সম্প্রতি গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এরপরই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আসে ৷ জানা গিয়েছে হুগলি জেলায় অয়ন শীলের ছেলে অভিষেকের নামে একটি পেট্রল পাম্প রয়েছে ৷ তদন্তকারীদের অনুমান এখনও পর্যন্ত যে তথ্য ও সম্পত্তি সামনে এসেছে, তার বাইরে আরও বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে অয়ন শীল সম্পর্কে ৷ ফলে তাঁকে লাগাতার জেরা করছেন তদন্তকারীরা ৷ ইতিমধ্যে, পৌরসভায় নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে অয়নের বিরুদ্ধে ৷

অয়ন শীলের স্ত্রী কাকলি এবং তাঁর ছেলে অভিষেকের সঙ্গে ফোনেও কথা বলেছেন তদন্তকারীরা ৷ কিন্তু এখনও পর্যন্ত তাঁদের সরকারিভাবে নোটিশ দিয়ে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়নি ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, খুব দ্রুত অয়নের স্ত্রী এবং তাঁর ছেলেকে নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে ৷ সেই জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে অনুমান তদন্তকারীদের ৷

এবার অয়ন শীলের ওই ব্যাংক লকারে ঠিক কত পরিমাণ সম্পত্তি রয়েছে ? তা জানার জন্য আইনি পদক্ষেপ নিতে চলেছে ইডি ৷ সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত হুগলির তৃণমূল যুব নেতা ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের থেকে ইডি অয়ন শীলের নাম জানতে পারে ৷ শান্তনুর সূত্রেই বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে দেখা গিয়েছে অয়নকে ৷ সেখান থেকেই ধীরে ধীরে তাঁর প্রতিপত্তি বৃদ্ধি ও উঠে আসা শুরু হয় ৷ তদন্ত নেমে ইডির আধিকারিকরা জানতে পেরেছেন অয়ন সরাসরি তাঁর ক্যান্ডিডেটদের নাম বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পাঠাতেন চাকরি জন্য ৷ তবে, তাদের থেকে বিনিময়ে মোটা অংকের টাকা নিতেন ৷

আরও পড়ুন: অয়নের ছাপাখানা যোগ, ওএমআর শিট ছাপানো হয় শিয়ালদা থেকে

অভিযোগ কোনও সরকারি আধিকারিক প্রস্তাবিত চাকরিপ্রার্থীদের নাম গ্রহণ না করলে একাধিক প্রভাবশালীর দারস্থ হতেন অয়ন শীল ৷ তারপর সংশ্লীষ্ট আধিকারিকের কাছে ফোন যেত প্রভাবশালীদের ৷ তদন্তকারীরা ইতিমধ্যেই অয়নের সল্টলেকের এফডি ব্লকের বাড়ি থেকে বেশ কিছু ওএমআর শিট উদ্ধার করেছে ৷ 2014 এবং 2015-র টেটের চাকরিপ্রার্থীদের নামের তালিকাও পাওয়া গিয়েছে ৷ এমনকী 2012 সালের নিয়োগ সংক্রান্ত নথিও সেখান থেকে উদ্ধার করে ইডি ৷ আর তাই অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানা যাবে বলেই মনে করছেন ইডির তদন্তকারী আধিকারিকরা ৷

Last Updated : Mar 25, 2023, 11:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.