ETV Bharat / state

ED Detains Close Aid of Amir: আমির ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি, ইডির হাতে আটক উল্টোডাঙার ব্যবসায়ী

author img

By

Published : Oct 20, 2022, 6:46 AM IST

Updated : Oct 20, 2022, 7:42 AM IST

Online Game Amir Khan Case
ETV Bharat

অনলাইন গেমিং অ্যাপে প্রতারণার অভিযোগে সেপ্টেম্বরের শেষে গ্রেফতার হয়েছে গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খান ৷ এবার তার ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে কোটি টাকা পেল ইডি (ED recovered crores from house of businessman) ৷

কলকাতা, 20 অক্টোবর: আমির খান-ঘনিষ্ঠ ব্যবসায়ী উমেশ আগরওয়ালের বাড়িতে রাতভর তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে গার্ডেনরিচের ব্যবসায়ী অনলাইন গেমিং অ্যাপের মালিক আমির খানের বাড়ি থেকে নগদ 18 কোটি টাকা উদ্ধার করেছিল ইডি ৷ 23 সেপ্টেম্বর গাজিয়াবাদ থেকে তাকে গ্রেফতার করা হয় ৷

বুধবার তার ঘনিষ্ঠ ব্যবসায়ীর উল্টোডাঙার বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ জানা গিয়েছে, ব্যবসায়ী উমেশ আগরওয়ালের বাড়ি থেকে নগদ কয়েক কোটি টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এছাড়া গুরুত্বপূর্ণ নথিও হাতে এসেছে ইডির ৷ এরপর ব্যবসায়ীর ছেলেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর আটক করল ইডি (Amir Khan close businessman detained in Ultadanga) ।

উল্টোডাঙায় আমির খানের ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালাল ইডি

আরও পড়ুন: বাড়ি থেকে মিলেছিল 18 কোটি, গার্ডেনরিচের সেই ব্যবসায়ী আমির খানকে গাজিয়াবাদ থেকে গ্রেফতার

অক্টোবরের শুরুতে গার্ডেনরিচের বেআইনি অনলাইন গেমিং অ্যাপের মালিক আমির খান এবং তাঁর সহযোগীদের অ্যাকাউন্ট থেকে 5 কোটি 59 লক্ষ টাকা বাজেয়াপ্ত করে ইডি ৷ এ নিয়ে মোট 36 কোটি 96 লক্ষ টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ অভিযুক্ত ব্যবসায়ী আমির খান এখন কলকাতা পুলিশের হেফাজতে ৷ তাকে জেরা করা হচ্ছে ৷

Last Updated :Oct 20, 2022, 7:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.