ETV Bharat / state

Saigal Hossain: সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে ইডি

author img

By

Published : Oct 8, 2022, 5:02 PM IST

Saigal Hossain News
সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে ইডি

গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) ধৃত সায়গল হোসেনের (Saigal Hossain) দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে ইডি (Enforcement Directorate) ৷

কলকাতা, 8 অক্টোবর: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী সায়গল হোসেনকে (Saigal Hossain) দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের শরনাপন্ন হচ্ছে ইডি (Enforcement Directorate) । সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে হাইকোর্টে আবেদনের তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়েছে । গতকাল সায়গল হোসেনকে হেফাজতে নিয়ে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন খারিজ করে আসানসোল আদালত । তারপরই হাইকোর্টে আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যাচ্ছে ।

9 জুন সিবিআই সায়গল হোসেনকে গ্রেফতার করেছিল । গতকাল ইডিকে দীর্ঘ সময় জেরা করার পর সন্তুষ্ট না-হওয়ায় তাকে গ্রেফতার করা হয় । কিন্তু সিবিআই বিশেষ আদালত বন্ধ থকায় আসানসোল জেলা আদালতে সায়গল হোসেনকে হেফাজতে নিয়ে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন করে ইডি । কিন্তু জেলা আদালতে বিচারক জানান, তিনি এই মামলা সম্পর্কে কিছুই জানেন না তাই পরে সিবিআই বিশেষ আদালতে নিয়ে গিয়ে এই বিষয়ে বিচারপর্ব চালাতে । কিন্তু ইডি-র তরফে সন্ধ্যায় জেলা আদালতের বিচারককে সমস্ত কিছু জানিয়ে ইমেল করে কেন্দ্রীয় সংস্থা যাতে দ্রুত সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করা যায় । কিন্তু জেলা বিচারক তাতে সন্মতি দেননি । সেই কারণেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে বলে জানা যাচ্ছে ।

আরও পড়ুন: অনুব্রতর দেহরক্ষীর সম্পদে চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের! ডায়েরিতে মিলল প্রভাবশালীদের নাম

গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর শুক্রবার চার্জশিট পেশ করেছে ইডি । অনুব্রত মণ্ডলের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গেলেও সে ব্যাপারে জিজ্ঞাসাবাদে মুখ খুলছেন না সায়গল হোসেন । সেই কারণেই এবার তাকে দিল্লি নিয়ে যেতে চায় ইডি ।

প্রসঙ্গত, সায়গল যে শুধুমাত্র গরুপাচার কাণ্ডের সঙ্গেই যুক্ত ছিলেন, তা নয় ৷ তিনি সরাসরি কয়লাপাচারেও জড়িত ছিলেন ৷ তদন্ত এগোতেই সিবিআই গোয়েন্দারা জানতে পারেন, অনুব্রতর এই দেহরক্ষীর সম্পত্তির সঙ্গে তাঁর বৈধ আয়ের কোনও মিল নেই ৷ ইতিমধ্যেই কলকাতার নিজাম প্যালেসে সায়গল হোসেনকে ডেকে পাঠিয়ে জেরা করেছে সিবিআই ৷ নিউটাউনে সায়গলের ফ্ল্যাটেও তল্লাশি চালিয়েছে তারা ৷ সেখান থেকে কয়েক কোটি টাকার সোনার গয়না উদ্ধার করা হয়েছে ৷ গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) সায়গল হোসেন প্রায় 100 দিন ধরে বন্দি রয়েছে ৷ তাঁর আইনজীবীর যুক্তি, এভাবে বিচার প্রক্রিয়া শুরু না করে একজন মানুষকে মাসের পর মাস আটকে রাখা যায় না ৷ তাই যে কোনও শর্তে সায়গল হোসেনের জামিনের আবেদন করেন তিনি ৷ কিন্তু, বিচারক সেই আবেদন খারিজ করে দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.