ETV Bharat / state

Eastern Zonal Council Meeting: শনিতে নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক, থাকবেন অমিত শাহ

author img

By

Published : Dec 11, 2022, 3:17 PM IST

আবারও বঙ্গ সফরে (Amit Shah West Bengal Visit) আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ আগামী শনিবার নবান্ন সভাঘরে (Nabanna Sabhaghar) 'পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদ' (Eastern Zonal Council)-এর বৈঠক (Meeting) হবে ৷ তাতে পৌরহিত্য করবেন অমিত ৷ তার আগে সোমবার নবান্নের মাধ্যমে ভার্চুয়াল প্রস্তুতি বৈঠক (Virtual Preparation Meeting) করবেন সংশ্লিষ্ট আমলারা ৷

Eastern Zonal Council Meeting will be held on 17 of December 2022 at Nabanna Sabhaghar
Eastern Zonal Council Meeting: শনিতে নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক, থাকবেন অমিত শাহ

কলকাতা, 11 ডিসেম্বর: আগামী শনিবার অর্থাৎ, 17 ডিসেম্বর, 2022 অনুষ্ঠিত হতে চলেছে 'পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদ' (Eastern Zonal Council)-এর বৈঠক ৷ উল্লেখ্য, চলতি বছরের নভেম্বর মাসেই এই বৈঠক হওয়ার কথা ছিল ৷ সেইমতো তোড়জোড়ও শুরু করে দেওয়া হয় রাজ্যের প্রশাসনের তরফে ৷ কিন্তু তারপরই জানা যায়, বৈঠকে যোগ দিতে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ অন্য কাজে ব্যস্ত হয়ে পড়াতেই নভেম্বরে তাঁকে বৈঠক বাতিল করতে হয় বলে দাবি সূত্রের ৷

এই প্রেক্ষাপটে আগামী শনিবার নবান্ন সভাঘরে (Nabanna Sabhaghar) অনুষ্ঠিত হতে চলেছে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের পরবর্তী বৈঠক ৷ এই বৈঠকে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-সহ সংশ্লিষ্ট বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ পদাধিকার বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পরিষদের চেয়ারম্যান ৷ তাই তিনিও উপস্থিত থাকবেন আগামী শনিবারের বৈঠকে ৷

আরও পড়ুন: সুকান্ত-অমিত বৈঠক বাতিল, 13 ডিসেম্বর শুভেন্দুর শাহী সাক্ষাতের সম্ভাবনা

এখনও পর্যন্ত যতটুকু জানা গিয়েছে, সোমবার এই নিয়ে নবান্নে প্রস্তুতি বৈঠক করবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা ৷ প্রস্তুতি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল আলোচনা (Virtual Preparation Meeting) করবেন রাজ্যের আধিকারিকরা ৷ সূত্রের খবর, সোমবারের এই ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয়কুমার ভাল্লা ৷

পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকাজুড়ে রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত ৷ এই সীমান্ত এলাকায় গরুপাচার-সহ একাধিক নিরাপত্তা সংক্রান্ত সমস্য়া রয়েছে ৷ সোমবারের বৈঠকে এ নিয়ে আলোচনা হতে পারে ৷ এই ভার্চুয়াল বৈঠকে শুধুমাত্র বাংলার মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবই নন, উপস্থিত থাকবেন বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও সিকিমের মতো রাজ্যগুলির আধিকারিকরাও ৷ সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার সময় এই বৈঠকে বিএসএফ সংক্রান্ত বিভিন্ন ইস্যুও উঠতে পারে বলে দাবি সূত্রের ৷

উল্লেখ্য, এর আগে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল গত 5 নভেম্বর ৷ কিন্তু, শেষ মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসতে না-পারায় সেই বৈঠক স্থগিত হয়ে যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.