ETV Bharat / state

আমফানে উপড়ে পড়া গাছ বাঁচাতে সেভ ফলেন ট্রিজ়-এর উদ্যোগ পূর্ব রেলের

author img

By

Published : May 30, 2020, 7:25 PM IST

আমফান ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া গাছগুলিকে পরিচর্যার মাধমে বাঁচিয়ে তোলার উদ্যোগ নিল পূর্ব রেল । সেভ ফলেন ট্রিজ় প্রকল্পের মাধ্যমে গাছগুলি বাঁচিয়ে তোলার প্রক্রিয়া শুরু করল তারা ৷

Eastern railway took initiative to save uprooted trees in Amphan
y

কলকাতা , 30 মে : সম্প্রতি ঘূর্ণিঝড় আমফানে লন্ডভন্ড হয়ে গেছে গোটা রাজ্য । হাজার হাজার মানুষ গৃহহীণ হয়ে পড়েছে । বহু মানুষ প্রাণ হারিয়েছে । শুধু তাই নয় , সারা রাজ্য জুড়ে উপড়ে গেছে অগণিত গাছ । নষ্ট হয়েছে জমি ও ক্ষেত । তাই এবার উপড়ে পড়া গাছগুলিকে বাঁচাতে পূর্ব রেলের তরফে সেভ ফলেন ট্রিজ় প্রকল্প শুরু করা হল ।

ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত গাছকে পুনঃস্থাপনের কাজ শুরু করা হয়েছে ঘোষলাপুর রেল কলোনি থেকে । ওই অঞ্চলে মাঝারি আয়তনের গাছগুলিকে আবার কেঁটে-ছেটে ও গাছগুলির অতিরিক্ত ভার কমিয়ে বাঁচানোর চেষ্টা চলছে । শিকড় সমেত উপড়ে পড়া গাছগুলিকে দড়ি ও ক্রেনের সাহায্যে টেনে দাঁড় করানো হয়েছে । গাছের গোঁড়াকে পরিচর্যা করে সেগুলিকে খনন করে গাছের চারপাশে জায়গা করে দেওয়া হয়েছে । এইভাবে অঞ্চলের আরও বড় বড় গাছগুলিকে বিভিন্ন যন্ত্র ও ক্রেনের সাহায্যে দাঁড় করানোর কাজ চলছে ।

পূর্ব রেল সূত্রে খবর , ওই অঞ্চলের প্রায় 80 শতাংশ গাছ পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে তোলা সম্ভব হবে । এই কাজে ইতিমধ্যেই শিয়ালদার রেল আধিকারিকরা , ইঞ্জিনিয়রের দল স্কাউটস এন্ড সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবীরা হাত লাগিয়েছেন । অন্যদিকে , ইতিমধ্যে গার্ডেনরিচ রেলওয়ে কলোনিতে এই উদ্যোগের মাধ্যমে ছোটো , বড় ও মাঝারি মিলিয়ে বাঁচানো হয়েছে প্রায় 25 টি গাছ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.