ETV Bharat / state

Heatwave in Bengal: 'কলকাতা ভেরি হট'! রেহাই পেতে ভিড় এসি-কুলার-পাখার দোকানে

author img

By

Published : Apr 19, 2023, 9:52 PM IST

ভরা বৈশাখে দেখা নেই কালবৈশখীর ৷ অর্থনীতি তলানিতে ঠেকলেও, জিনিসপত্রের মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে তাপমাত্রার পারদ ৷ সূর্যদেব যেন তার তেজ বৃদ্ধির প্রতিযোগিতায় নেমেছে ৷ গরমের হাত থেকে রেহাই পেতে এসি ও পাখা বিক্রির দোকানে ভিড় জমিয়েছেন আমজনতা ৷

Etv Bharat
চওড়া হাসি ব্যবসায়ীদের মুখে

কলকাতা, 19 এপ্রিল: বৈশাখ মাস পড়ে গেলেও এখনও কালবৈশাখীর দেখা নেই ৷ কবির ভাষায়, 'হে ভৈরব, হে রুদ্র বৈশাখ / ধূলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল ৷' কবিগুরুর এই লাইনগুলি যেন সত্যিই অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে ৷ দাবদাহের জেরে বৈশাখ স্নিগ্ধতা হারিয়ে রুদ্র মূর্তি ধারণ করেছে ৷ তাপমাত্রা ইতিমধ্যেই 42 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ পরিস্থিতি যেন 'দারুণও অগ্নিবাণে রে...' ৷ গরম থেকে রেহাই পেতে এসি, পাখা বিক্রির দোকানে ভিড় জমিয়েছেন আম জনতা ৷ অনেকটা কোভিডের সময় যে ভিড় দেখা গিয়েছিল ওষুধের দোকানে, বুধবার সেই ভিড় নজরে পড়ল এসির দোকানগুলিতে ।

কলকাতার ইলেকট্রনিক বাজার বলতে সাধারণত চাঁদনী মার্কেটকেই বোঝায় । গরম থেকে রেহাই মিলতে ইতিমধ্যেই এসি ও পাখা বিক্রির দোকানে ভিড় জমিয়েছেন শহরবাসী ৷ সার দিয়ে বিকোচ্ছে এসি, ফ্রিজ, কুলার ৷ এই সমস্ত দোকানগুলিকে ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ এই প্রসঙ্গেই সিদ্ধার্থ বালবেচার নামে এক ব্যবসায়ী বলেন, "মার্চ মাসের প্রথমে মনে হয়েছিল মার্কেট খুব খারাপ যাবে। তবে এই বছরের ব্যবসা বিগত কিছু বছরের তুলনায় সেরা । ডেলিভারি দেরি হওয়ার কারণে অনেকে ক্রেতা নিজেই নিয়ে যাচ্ছেন ।" এই উচ্ছ্বসিত সুর আরেকজন ব্যবসায়ী আরিয়ানের গলাতেও ৷ এই প্রসঙ্গেই তিনি জানান, গরম থেকে বাঁচতে মানুষজন এসি কিনছেন ৷ তাই হাতের হাতের সামনে যা পাচ্ছেন সেই এসি কিনছেন ক্রেতার ৷ তবে রোজার জন্য একটু ডেলিভারি দিতে বা সেটা লাগাতে দেরি হচ্ছে ।

আরও পড়ুন: গরমের মারকুটে ইনিংস থেকে রেহাই কবে ? জানে না আবহাওয়া দফতরও

তবে শুধু এসি, কুলার নয় । পকেটের দিকে তাকিয়ে বহু মানুষ ঝুঁকেছে অত্যাধুনিক ফ্যান কিনতেও । ব্যবসায়ী প্রদীপ দাস জানান, গত বছরে করোনার জেরে গরমের সময় খুব একটা পাখা বিক্রি হয়নি ৷ এই বছর সেই সংকট কেটেছে ৷ তবে লোকাল কোম্পানির থেকে ব্র্যান্ডের উপর বেশি ঝোঁক মানুষের । তাই একটু মন্দা । কিন্তু আগের বছরগুলোর তুলনায় অনেক ভালো বিক্রি হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.