ETV Bharat / state

Duare Ration: 16 নভেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে রেশন, বিধানসভায় ঘোষণা মমতার

author img

By

Published : Nov 9, 2021, 7:12 PM IST

Duare Ration scheme to kickstart from November 16
নির্বাচনী প্রতিশ্রুতি মেনে শুরু হচ্ছে দুয়ারে রেশন পরিষেবা

মমতার উপস্থিতিতে এদিন বিধানসভায় শপথ নেন উপনির্বাচনে জয়ী চার প্রার্থী ৷ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁদের শপথবাক্য পাঠ করান ৷ নতুন বিধায়কদের উদ্দেশে মমতা বলেন, ‘‘মনে রাখবেন, মানুষের জন্য কাজ করতে এসেছেন ৷ মানুষ ভোট দিয়ে এখানে পাঠিয়েছেন আপনাদের ৷ তাই বিধানসভায় কখনও অহংকার দেখাবেন না ৷’’

কলকাতা 9 অক্টোবর: সূচনা হয়েছিল আগেই । নির্বাচনী প্রতিশ্রুতি মেনে এবার দুয়ারে রেশন প্রকল্পের বাস্তবায়নে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী 16 নভেম্বর থেকে রাজ্যে সরকারি ভাবে শুরু হচ্ছে দুয়ারে রেশন পরিষেবা ৷ মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে তেমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷

এদিন বিধানসভায় মমতা জানান, জনগণের ভালবাসাতেই আজ তৃণমূল বিধানসভায় ৷ তাই নির্বাচনী প্রতিশ্রুতি পালনে দায়বদ্ধ তাঁর সরকার ৷ সূচনা পর্বে সাফল্য মিলেছে ৷ এবার তার বাস্তবায়ন করা হবে ৷ রেশনের সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেবে সরকার ৷ 16 নভেম্বর থেকে রাজ্যজুড়ে এই কর্মসূচি শুরু হবে ৷ নিজে হাতে তার উদ্বোধন করবেন মমতা ৷

আরও পড়ুন: Cabinet Reshuffle : মন্ত্রিসভার রদবদলে 3 মন্ত্রীকে বাড়তি দায়িত্ব, অর্থের উপদেষ্টা অমিত

প্রকল্প শুধু চালু করাই নয়, সুষ্ঠ এবং সহজ পদ্ধতিতে তা মানুষের কাছে পৌঁছে দিতে পরীক্ষা-নিরীক্ষাও হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘‘এই প্রকল্পকে কী ভাবে আরও উন্নত করা সম্ভব, সেই বিষয়ে সমস্ত পরীক্ষা চালানো হয়েছে । শুধু দুয়ারে রেশন নয়, দুয়ারে সরকার প্রকল্পও খুব শীঘ্র শুরু করা হবে । ঘরে ঘরে রেশন পৌঁছে দিতে করা হয়েছে গাড়ির ব্যবস্থাও । পাড়ায় পাড়ায় যাবে সেই গাড়ি । সেখান থেকেই রেশন সংগ্রহ করতে পারবেন মানুষ ।’’

মমতার উপস্থিতিতে এদিন বিধানসভায় শপথ নেন উপনির্বাচনে জয়ী চার প্রার্থী ৷ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁদের শপথবাক্য পাঠ করান ৷ নতুন বিধায়কদের উদ্দেশে মমতা বলেন, ‘‘মনে রাখবেন, মানুষের জন্য কাজ করতে এসেছেন ৷ মানুষ ভোট দিয়ে এখানে পাঠিয়েছেন আপনাদের ৷ তাই বিধানসভায় কখনও অহংকার দেখাবেন না ৷’’

আরও পড়ুন: Mamata Banerjee: ছট পুজোয় 10-11 নভেম্বর ছুটি, উৎসবে সতর্ক থাকার আহ্বান মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.