ETV Bharat / state

কোরোনার পরিস্থিতিতে বায়না হচ্ছে না, সমস্যায় ঢাকিরা

author img

By

Published : Oct 21, 2020, 9:33 PM IST

ছবি
ছবি

কোরোনার জের ৷ প্রভাব পড়েছে ঢাকিদের উপরও ৷ বায়না পাচ্ছেন না তাঁরা ৷ অভাবের সংসার চালাবেন কী করে, উঠছে প্রশ্ন ৷

কলকাতা, 21 অক্টোবর : অভাবী হাতে যাঁরা উৎসবের ছন্দ তোলেন সেই ঢাকিরা চূড়ান্ত বিপন্ন অবস্থায় রয়েছে । প্রতি বছর মহালয়ার বিকেল থেকেই শিয়ালদা স্টেশন চত্বরে ঢাকের শব্দে বিভিন্ন শাখার ট্রেনের ঘোষণা পর্যন্ত শোনা যায় না । এককথায় শিয়ালদা চত্বরে কান পাতা দায় । এবছর ট্রেন চলাচল বন্ধ । হাতে গোনা কয়েকটি ট্রেন রেলের কর্মীদের জন্য চলাচল করছে । শিয়ালদা চত্বর সুনসান । কয়েকজন রেলের কর্মী ছাড়া কারও দেখা নেই । অথচ রাজ্যের বিভিন্ন গ্রাম থেকে কিছু উপার্জনের আশায় এবছরও ঢাকিরা এসেছেন । যদিও খালি হাতেই এবার হয়তো ফিরে যেতে হবে তাঁদের । একে কোরোনা, তার উপর পরিবহন ব্যবস্থা না থাকায় শিয়ালদা স্টেশন চত্বরে রাত কাটাতে হচ্ছে গ্রামাঞ্চলের ঢাকিদের ।

কেউ এসেছেন নদিয়ার কৃষ্ণনগর থেকে, কেউ এসেছেন ধুবুলিয়া, চাকদা এমনকী বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর থেকে । কাঁসর এবং ঢাক নিয়ে তাঁরা এখনও অপেক্ষায় রয়েছেন শহরের কোনও বারোয়ারি পুজো মণ্ডপে বা বাড়ির পুজোয় ডাক পাওয়ার অপেক্ষায় । প্রতি বছর পঞ্চমীতে ঢাকিরা শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন । কোথাও কোথাও জোড়া ঢাকিরও প্রয়োজন হয় ৷

কোরোনার পরিস্থিতিতে বায়না হচ্ছে না, সমস্যায় ঢাকিরা

এবছরের চিত্রটা সম্পূর্ণ আলাদা । অনেকেই আসছেন দরদাম করছেন । কিন্তু বায়না এখনও বহুদূর । ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচ দিন থাকা এবং খাওয়া নিয়ে এক এক জন কাঁসর ঢাকির দিন প্রতি 2000 টাকা করে দক্ষিণা হওয়ার কথাই বলছিলেন ধুবুলিয়ার এক ঢাকি । অর্থাৎ পাঁচ দিনে 10 হাজার টাকা প্রয়োজন । তবে কেউ এত টাকা দিয়ে বায়না করছেন না । অনেকেই বায়না করতে এলেন । কিন্তু টাকার জন্য সকলেই ফিরে গেলেন । দর-কষাকষির ছবি ধরা থাকলেও ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ পুজো উদ্যোক্তারা ।

নদিয়ার এক ঢাকি বলেন, কোরোনা পরিস্থিতির জন্য রাজ্যজুড়ে পরিবহন ব্যবস্থা থমকে গিয়েছে । শহরে আসতে প্রচুর টাকা খরচ হয়ে গিয়েছে । জীবনযাত্রার মান এতটাই পিছিয়ে যে বছরের রোজগারের সিংহভাগটাই হয় দুর্গাপুজোর সময় উপার্জন থেকে । স্ত্রী-সন্তান, বাবা, মাকে নিয়ে সংসার চালাবেন কীভাবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা । এবছর যে তাঁদের বায়না করার কেউ নেই । তাও অভাবী হাতে শিয়ালদা চত্বরে বাজিয়ে চলেছেন কয়েকটি ঢাক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.