ETV Bharat / state

President Draupadi Murmu: সোমে শহরে ঠাসা কর্মসূচি রাষ্ট্রপতির! বিকেলে সংবর্ধনা মমতার, পরে রাজ্যপালের নৈশভোজ

author img

By

Published : Mar 26, 2023, 10:44 PM IST

সোমবার কলকাতায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) ৷ 2 দিনের সফরে রাজ্যে আসছেন তিনি ৷

ETV Bharat
ফাইল ছবি

কলকাতা, 26 মার্চ: রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম রাজ্য সফরে আসতে চলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সোমবার তাঁর 2 দিনের রাজ্য সফর শুরু হওয়ার কথা কলকাতা দিয়েই ৷ প্রথম দিনেই ঠাসা কর্মসূচি রয়েছে দেশের প্রথম নাগরিকের ৷ রাজ্যে এমন সময় আসছেন রাষ্ট্রপতি যখন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আবার ডিএ'র দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা ৷ আন্দোলনকারীরা তাঁদের দাবির কথা জানাতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতেও পারেন বলেও জল্পনা রয়েছে (President Draupadi Murmu in Kolkata) ৷

এখনও পর্যন্ত রাষ্ট্রপতির যে সফর সূচি পাওয়া গিয়েছে সেই অনুযায়ী, আগামীকাল সকালে দমদম বিমানবন্দরে নেমে সেখান থেকে সরাসরি নেতাজি ভবনে চলে যাবেন দ্রৌপদী মুর্মু । সেখান থেকে তাঁর যাওয়ার কথা রয়েছে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে । এরপর এদিন বিকেলেই তাঁকে রাজ্য সরকারের তরফ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৷ সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রাতে রাজভবনে নৈশভোজে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর ।

বুধবার সকালেই বেলুড় মঠ যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির । সেখান থেকে হেলিকপ্টারে বীরভূম উড়ে যাবেন রাষ্ট্রপতি । সেখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর ৷ ওইদিন দুপুরে তাঁর শান্তিনিকেতনের কলাভবনে যাওয়ার কথা রয়েছে । মঙ্গলবারই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা ৷

আরও পড়ুন: 'মন কি বাতে' নারীশক্তির প্রশংসায় স্নেহলতা চৌধুরির নাম মোদির মুখে, কে তিনি ?

রাষ্ট্রপতির সফরের কথা মাথায় রেখে ইতিমধ্যেই নিরাপত্তা বাড়ানো হয়েছে তাঁর যাত্রাপথের ৷ যে সমস্ত অনুষ্ঠানে ও জায়গায় যাওয়ার কথা দ্রৌপদী মুর্মুর সেখানে দফায় দফায় চলছে তল্লাশি ৷ এর আগে রাষ্ট্রপতির নিরাপত্তা বলয়ে বিচ্যুতির ঘটনা ঘটেছে ৷ তাই তাঁর বঙ্গ সফরে যাতে সেরকম কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তার জন্য সতর্ক রয়েছে পুলিশ-প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.