ETV Bharat / state

ভিন রাজ্য থেকেই কি বঙ্গে ব্ল্যাক ফাংগাস ?

author img

By

Published : May 28, 2021, 11:21 AM IST

সূত্র অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে রাজ্যে খোঁজ মিলেছে নতুন চার জনের ৷ যাঁরা ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিসে সংক্রমিত বলে সন্দেহ । এই চারজনের মধ্যে মাত্র একজন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা । বাকি তিনজনেই মধ্যে দুজন বিহার এবং একজন অসমের বাসিন্দা । এর থেকে বহিরাগত তত্ত্বের বিষয়টি আসছে বলে সন্দেহ চিকিৎসকদের ৷

black fungus
black fungus

কলকাতা, 28 মে : বহিরাগতরাই কি রাজ্যে নিয়ে আসছে ব্ল্যাক ফাংগাস ? এই নিয়ে ধন্দে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতর । রাজ্য সরকারের সূত্র অনুযায়ী, গত 24 ঘণ্টার ঘটনা পরম্পরা সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে ।

সূত্র অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে রাজ্যে খোঁজ মিলেছে নতুন চার জনের ৷ যাঁরা ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিসে সংক্রমিত বলে সন্দেহ । এই চারজনের মধ্যে মাত্র একজন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা । বাকি তিনজনেই মধ্যে দুজন বিহার এবং একজন অসমের বাসিন্দা । নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য সরকারের এক চিকিৎসক জানাচ্ছেন, "এর থেকেই ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিস সংক্রমণের সঙ্গে বহিরাগত তত্ত্বের যোগ নিয়েই সন্দেহ ঘনীভূত হচ্ছে ৷"

আরও পড়ুন, একদিনে সংক্রমণ কমল 3 হাজার, নিম্নগামী মৃত্যু হারও

এখনও পর্যন্ত রাজ্যে ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিসে সংক্রমিত রোগীর সংখ্যা 18 । মৃত্যু হয়েছে দুই জনের ৷ ওই চিকিৎসক বলেন, "তবে নতুন করে ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিসে গত দু'দিনে কোনও মৃত্যু হয়নি ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.